ভুল দিনে অংশগ্রহণ, জাবির ছয় ভর্তিচ্ছুর পরীক্ষা বাতিল

বিশ্ববিদ্যালয় প্রতিবেদক
বিশ্ববিদ্যালয় প্রতিবেদক বিশ্ববিদ্যালয় প্রতিবেদক জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়
প্রকাশিত: ০৭:২৫ পিএম, ১০ নভেম্বর ২০২১

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে (জাবি) ‘ডি’ ইউনিটভুক্ত জীববিজ্ঞান অনুষদের ভর্তি পরীক্ষায় ছয় ভর্তিচ্ছুর পরীক্ষা বাতিল করা হয়েছে।

মঙ্গলবার (৯ নভেম্বর) ‘ডি’ ইউনিটের ভর্তি পরীক্ষা শুরু হয়। এদিন মোট পাঁচ শিফটে এ পরীক্ষা অনুষ্ঠিত হয়। বুধবার আরও পাঁচটি শিফটের মধ্য দিয়ে ‘ডি’ ইউনিটের পরীক্ষা শেষ হয়।

দুইদিনের এ পরীক্ষায় ছয় ভর্তিচ্ছুর পরীক্ষা বাতিল করা হয়েছে। নির্ধারিত দিনে পরীক্ষা দিতে না আসায় তাদের পরীক্ষা বাতিল করা হয়েছে বলে জানিয়েছেন ভর্তি পরীক্ষা সংশ্লিষ্টরা।

বিশ্ববিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রক্টর আ স ম ফিরোজ-উল-হাসান বলেন, ভুল করে প্রথম দিনের পরীক্ষার্থী দ্বিতীয় দিন ও দ্বিতীয় দিনের পরীক্ষার্থী প্রথম দিনের পরীক্ষায় অংশ নেওয়ায় ছয় ভর্তিচ্ছুর পরীক্ষা বাতিল করা হয়েছে।

ফারুক হোসেন/এসআর/এএসএম

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।