ভাসানী বিশ্ববিদ্যালয়ে প্রথম বর্ষে ভর্তি শুরু সোমবার


প্রকাশিত: ১০:৪৪ এএম, ২৭ ডিসেম্বর ২০১৫

মাওলানা ভাসানী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের ২০১৫-১৬ শিক্ষাবর্ষের প্রথম বর্ষ প্রথম সেমিস্টারের বিএসসি (ইঞ্জিনিয়ারিং), বিবিএ, বি. ফার্ম এবং বিএসসি (অনার্স) কোর্সে ভর্তি সোমবার শুরু হবে। আর তা চলবে পরদিন মঙ্গলবার পর্যন্ত।

মেধা তালিকায় স্থানপ্রাপ্ত প্রার্থীদের নির্ধারিত বিভাগে সকাল ১০টা থেকে বিকেল ৩টার সাক্ষাৎকার গ্রহণ করা হবে। আর আসন খালি থাকা সাপেক্ষে সাক্ষাৎকারে অংশগ্রহণকারীদের মেধাক্রমানুসারে আগামী ৩ জানুয়ারি ভর্তি করা হবে।

বিশ্ববিদ্যালয়ের প্রক্টর ও লাইফ সায়েন্স অনুষদের ডিন প্রফেসর ড. মো. সিরাজুল ইসলাম বলেন, ভর্তি প্রক্রিয়া শেষ করে অতি দ্রুত নতুন শিক্ষাবর্ষের ক্লাস শুরু করা হবে।

ভর্তি সংক্রান্ত যাবতীয় তথ্য বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইট (www.mbstu.ac.bd) এবং সংশ্লিষ্ট ডিন অফিসের নোটিশ বোর্ডে পাওয়া যাবে।

উল্লেখ্য, বিষয়ভিত্তিক বিভাগ নির্ধারণকল্পে ভর্তি পরীক্ষায় মেধা তালিকায় স্থানপ্রাপ্ত প্রার্থীদের সাক্ষাৎকার ২৬ ও ২৭ ডিসেম্বর অনুষ্ঠিত হয়েছে।

এআরএ/আরআইপি

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।