সেশন-পরীক্ষা ফি কমানোর দাবিতে বিএম কলেজ শিক্ষার্থীদের সড়ক অবরোধ

নিজস্ব প্রতিবেদক
নিজস্ব প্রতিবেদক নিজস্ব প্রতিবেদক বরিশাল
প্রকাশিত: ০৪:৫৩ পিএম, ০৬ নভেম্বর ২০২১

স্নাতক (সম্মান) চতুর্থ বর্ষের সেশন ও পরীক্ষার ফি কমানোর দাবিতে সড়ক অবরোধ করে বিক্ষোভ করেছেন বরিশাল ব্রজমোহন (বিএম) কলেজের শিক্ষার্থীরা। এতে কলেজ সংলগ্ন সড়কে প্রায় তিন ঘণ্টা যানবাহন চলাচল বন্ধ থাকে।

শনিবার (৬ নভেম্বর) বেলা ১১টা থেকে দুপুর ২টা পর্যন্ত শিক্ষার্থীরা এ কর্মসূচি পালন করেন।

আন্দোলনে অংশ নেওয়া কয়েকজন শিক্ষার্থী জানান, জাতীয় বিশ্ববিদ্যালয়ের নির্ধারিত পরীক্ষার ফি ও কেন্দ্র ফি তিন হাজার ৬৫০ টাকা। সেখানে কলেজ কর্তৃপক্ষ সেশন ও পরীক্ষার ফি বাবদ সাড়ে ছয় হাজার টাকা ধার্য করেছে। সেমিনার, স্কাউট, শিক্ষাসফর, ম্যাগাজিন, পরিবহনসহ বিভিন্ন খাতে ফি ধরা হয়েছে। কিন্তু করোনার কারণে প্রায় দুই বছর কলেজ বন্ধ ছিল। এসময় ক্লাস, সেমিনার, শিক্ষাসফর কোনো কিছুই হয়নি। তাহলে কেন এসব চার্জ দিতে হবে? এজন্য দুই হাজার টাকা কমানোর দাবিতে শিক্ষার্থীরা বিক্ষোভ কর্মসূচি পালন করেছেন।

হিসাববিজ্ঞান বিভাগের শিক্ষার্থী বিজন শিকদার বলেন, কলেজ কর্তৃপক্ষ সাড়ে ছয় হাজার টাকার বেশি ফি ধার্য করেছে। অযৌক্তিক খাত দেখিয়ে অতিরিক্ত অর্থ আদায়ের প্রতিবাদে শিক্ষার্থীরা সড়ক অবরোধ করে বিক্ষোভ সমাবেশ করেছেন। কলেজ কর্তৃপক্ষের সেশন ফি কমানোর আশ্বাসে দুপুর ২টার দিকে শিক্ষার্থীরা অবরোধ তুলে নেন। পরে ১০০ টাকা কমানো হবে বলে জানায় কর্তৃপক্ষ। তবে কলেজ কর্তৃপক্ষের এ প্রস্তাব শিক্ষার্থীরা প্রত্যাখান করেছেন। সন্ধ্যায় সাধারণ শিক্ষার্থীরা আলোচনায় বসবেন। এরপর নতুন কর্মসূচি ঘোষণা করা হবে।

jagonews24

কোতোয়ালি মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নুরুল ইসলাম জানান, শিক্ষার্থীদের আন্দোলন কর্মসূচি চলাকালে পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে সেখানে পুলিশ মোতায়েন করা হয়েছিল। দুপুর ২টার দিকে তারা সড়ক অবরোধ তুলে নিলে সেখান থেকে পুলিশ সদস্যরা চলে আসেন।

কলেজের অধ্যক্ষ ড. গোলাম কিবরিয়া জানান, শিক্ষার্থীদের সঙ্গে আলোচনা করে বিষয়টি সমাধানের চেষ্টা চলছে ।

সাইফ আমীন/ইউএইচ/জেআইএম

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।