খুললো ডুয়েটের আবাসিক হল

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি গাজীপুর
প্রকাশিত: ০৬:২৭ পিএম, ০১ নভেম্বর ২০২১

 

ঢাকা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (ডুয়েট) আবাসিক হল খুলে দেওয়া হয়েছে।

সোমবার (১ নভেম্বর) সন্ধ্যায় আবাসিক শিক্ষার্থীদের বরণ করে নেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. এম. হাবিবুর রহমান।

তিনি বলেন, স্বাস্থ্যবিধি মেনে প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়ার পর শিক্ষার্থীদের আবাসিক হল খুলে দেওয়া হয়েছে।

jagonews24

এ সময় তিনি স্বাস্থ্যবিধি মেনে শিক্ষার্থীদের পড়াশোনা ও গবেষণার পরিবেশ বজায় রাখার জন্য সংশ্লিষ্ট সবাইকে নির্দেশ দেন।

এর আগে, বৃহস্পতিবার (২৮ অক্টোবর) অধ্যাপক ড. এম. হাবিবুর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠিত ৭৫তম একাডেমিক কাউন্সিলের সভায় স্বাস্থ্যবিধি মেনে আবাসিক হলগুলো খুলে দেওয়ার সুপারিশ করা হয়। সভার সিদ্ধান্ত অনুযায়ী, শিক্ষার্থীরা করোনাভাইরাসের টিকার প্রথম ডোজ গ্রহণের প্রমাণপত্র দেখিয়ে হলে অবস্থান ও সশরীরে ক্লাস করতে পারবেন।

মো. আমিনুল ইসলাম/ইউএইচ/জিকেএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।