গুচ্ছ ভর্তি পরীক্ষার ‘গ’ ইউনিটে শাবিপ্রবিতে উপস্থিত ৯৫.৩৯ শতাংশ
গুচ্ছভুক্ত বিশ্ববিদ্যালয়গুলোর ‘গ’ ইউনিটের ভর্তি পরীক্ষা শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (শাবিপ্রবি) কেন্দ্রে সম্পন্ন হয়েছে। পরীক্ষায় উপস্থিতির হার ৯৫ দশমিক ৩৯ শতাংশ।
সোমবার (১ নভেম্বর) বেলা ১২টা থেকে দুপুর ১টা পর্যন্ত বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন ভবনে পরীক্ষা অনুষ্ঠিত হয়। শাবিপ্রবি কেন্দ্রে ‘গ’ ইউনিটের পরীক্ষায় অংশ নিতে ৮৬৭ জন শিক্ষার্থী আবেদন করলেও অংশ নেয় ৮২৭ জন শিক্ষার্থী।
শাবিপ্রবির ১ম বর্ষ ভর্তি কমিটির সভাপতি ও এপ্লাইড সায়েন্স অ্যান্ড টেকনোলজি অনুষদের ডিন অধ্যাপক ড. মুশতাক আহমদ জাগো নিউজকে এ তথ্য নিশ্চিত করেছেন।
এদিকে পরীক্ষা চলাকালীন সময়ে বিশ্ববিদ্যালয়ের শিক্ষা ভবন কেন্দ্র পরিদর্শন করেন গুচ্ছ ভর্তি কমিটির যুগ্ম-আহবায়ক ও শাবিপ্রবি উপাচার্য অধ্যাপক ফরিদ উদ্দিন আহমেদ। এ সময় তিনি পরীক্ষা সুষ্ঠু ও সুন্দরভাবে সম্পন্ন হওয়ায় সংশ্লিষ্ট সবাইকে ধন্যবাদ জানান।
বিশ্ববিদ্যালয়ের প্রক্টর সহযোগী অধ্যাপক ড. মো. আলমগীর কবীর জাগো নিউজকে বলেন, ‘গ’ ইউনিটের পরীক্ষার মধ্য দিয়ে এবারের গুচ্ছ ভর্তি পরীক্ষা সম্পন্ন হয়েছে। আমাদের ক্যাম্পাসে ঢাকা বিশ্ববিদ্যালয় ও গুচ্ছভুক্ত সবগুলো ইউনিটের পরীক্ষা সুষ্ঠু ও সুন্দরভাবে সম্পন্ন হয়েছে। কোনো ধরনের অপ্রীতিকর ঘটনা ঘটেনি।
এরআগে গত ১৭ অক্টোবর ‘ক’ ইউনিটে চার হাজার ৩৬৪ জন ও ২৪ অক্টোবর ‘খ’ ইউনিটে এক হাজার ৮৬১ জন ভর্তিচ্ছু শাবিপ্রবি কেন্দ্রে পরীক্ষায় অংশগ্রহণ করেন।
মোয়াজ্জেম আফরান/আরএইচ/জিকেএস