কাল খুলছে কুবির হল, সশরীরে ক্লাস শুরু ২ নভেম্বর
কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের (কুবি) হল খলছে আগামীকাল ২৭ অক্টোবর। এছাড়া ২ নভেম্বর থেকে সশরীরে ক্লাস শুরু হবে।
মঙ্গলবার (২৬ অক্টোবর) বিশ্ববিদ্যালয়ের ৮১তম সিন্ডিকেট সভা শেষে বিষয়টি নিশ্চিত করেন রেজিস্ট্রার (অতিরিক্ত দায়িত্ব) অধ্যাপক ড. আবু তাহের।
তিনি বলেন, সিন্ডিকেট সভায় কাল থেকে (২৭ অক্টোবর) থেকে হল খোলার সিদ্ধান্ত হয়েছে। ২ নভেম্বর থেকে স্বাস্থ্যবিধি মেনে বিশ্ববিদ্যালয়ের নিয়মিত শ্রেণি কার্যক্রম চালু হবে। এছড়া পরিবহন ও হল ফি মওকুফের সিদ্ধান্তও হয়েছে।
এর আগে বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. এমরান কবির চৌধুরীর সভাপতিত্বে অনুষ্ঠিত সিন্ডিকেট সভায় সশরীরে ক্লাস কার্যক্রম শুরু নিয়ে আলোচনা হয়।
উল্লেখ্য, গত ৭ অক্টোবর বিশ্ববিদ্যালয়ের একাডেমিক কাউন্সিল সভায় ২৭ অক্টোবর হল খোলা ও ২৮ অক্টোবর বা ২ নভেম্বর থেকে ক্লাস শুরুর সুপারিশ করা হয়। এর আগে গত বছরের মার্চে করোনার প্রকোপ ঠেকাতে বিশ্ববিদ্যালয় বন্ধ হলেও তিন দফায় সশরীরে চূড়ান্ত পরীক্ষা নিয়েছে কুমিল্লা বিশ্ববিদ্যালয়। সর্বশেষ সশরীরে শুরু হওয়া পরীক্ষা এখনো চলমান রয়েছে।
এএইচ/জিকেএস