প্রথমে পাস, পরে ফেল

বিশ্ববিদ্যালয় প্রতিবেদক
বিশ্ববিদ্যালয় প্রতিবেদক বিশ্ববিদ্যালয় প্রতিবেদক রাজশাহী বিশ্ববিদ্যালয়
প্রকাশিত: ০৩:৫৩ পিএম, ১২ অক্টোবর ২০২১

ভর্তি পরীক্ষায় ৬৭ নম্বর পেয়ে ভর্তিচ্ছু নুসরাত জাহানের সিরিয়াল এসেছিল ৪৭০। তবে সংশোধিত ফলাফলে প্রাপ্ত নম্বর দেখাচ্ছে ৪০.৯৫। এমনকি সিরিয়াল পৌঁছে গেছে ৩৩০৫-এ।

অন্যদিকে ফারজানা জান্নাত নামের এক ভর্তিচ্ছুর ফলাফল প্রথমে ৫৩.২৫ পেয়ে পাস দেখালেও পরে ৩৭.১৫ নম্বর দেখিয়ে ফেল দেখানো হয়েছে।

বিশ্ববিদ্যালয়ের ‘বি’ ইউনিটের গ্রুপ ২-এ পরীক্ষা দেওয়া ভর্তিচ্ছুদের ফলাফলে এমন পরিবর্তন লক্ষ্য করা গেছে। এর আগে সোমবার (১১ অক্টোবর) দিনগত রাত সোয়া ১টার দিকে বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইটে বি ইউনিটের ফল প্রকাশ করা হয়।

পরীক্ষায় অংশ নিলেও ফলাফলে প্রায় ১৬০০ ভর্তিচ্ছু অনুপস্থিত দেখা যায়। সে কারণে সকালেই ওই ফলাফল স্থগিত করে ওয়েবসাইট থেকে সরিয়ে নেওয়া হয়েছে।

পরে মঙ্গলবার (১২ অক্টোবর) দুপুরে বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইটে আবার ফল প্রকাশ করা হয়। সংশোধিত ফলে এসব পরিবর্তন দেখা গেছে। এ নিয়ে ক্ষোভ প্রকাশ করেছেন ভর্তিচ্ছুরা। অনেক ভর্তিচ্ছুর দাবি, প্রথম প্রকাশিত ফলে প্রাপ্ত যে নম্বর ছিল সংশোধিত ফলাফলে তা কমে গেছে। পাশাপাশি সিরিয়াল অনেক দূরে চলে গেছে।

এ বিষয়ে জানতে চাইলে বিশ্ববিদ্যালয়ের আইসিটি সেন্টারের পরিচালক অধ্যাপক বাবুল ইসলাম বলেন, বি ইউনিটের গ্রুপ-২ এর ফলাফলে একটু টেকনিক্যাল সমস্যা হয়েছিল। একজনের জায়গায় অন্যজনের নম্বর চলে আসে। যে কারণে অনেকে উপস্থিত থাকলেও ফলাফলে অনুপস্থিত দেখা যায়। পরে সংশোধন করে ফলাফল প্রকাশ করা হয়েছে।

সালমান শাকিল/এসআর/এমএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।