রাবির ‘সি’ ইউনিটের ভর্তি পরীক্ষার ফল প্রকাশ কাল

বিশ্ববিদ্যালয় প্রতিবেদক
বিশ্ববিদ্যালয় প্রতিবেদক বিশ্ববিদ্যালয় প্রতিবেদক রাজশাহী বিশ্ববিদ্যালয়
প্রকাশিত: ০৭:২৩ পিএম, ০৯ অক্টোবর ২০২১

রাজশাহী বিশ্ববিদ্যালয়ের ২০২০-২১ সেশনের স্নাতক প্রথম বর্ষের ‘সি’ ইউনিটের ভর্তি পরীক্ষার ফল রোববার দুপুরে প্রকাশ করা হবে।

শনিবার (৯ অক্টোবর) বিশ্ববিদ্যালয়ের ‘সি’ ইউনিটের ভর্তি পরীক্ষা গ্রহণ কমিটির কো-অর্ডিনেটর ও প্রকৌশল অনুষদের ডিন অধ্যাপক ড. একরামুল হামিদ এ তথ্য নিশ্চিত করেছেন।

তিনি বলেন, দুপুরের পরপরই বিজ্ঞানের শিক্ষার্থীদের জন্য নির্ধারিত ‘সি’ ইউনিটে ভর্তি পরীক্ষার পূর্ণাঙ্গ ফলাফল প্রকাশ করা হবে। প্রকাশিত ফলাফলে যারা পাস করেছে এবং ফেল করেছে উভয়ই তার প্রাপ্ত নম্বর দেখার সুযোগ পাবে।

raj2

অধ্যাপক একরামুল হামিদ আরও বলেন, ভর্তি পরীক্ষায় যারা ৪০ শতাংশের বেশি নম্বর পাবে কেবল তাদেরই মেরিট পজিশন দেয়া হবে। ৪০ শতাংশের নিচে নম্বর প্রাপ্ত শিক্ষার্থীদের মেরিট পজিশন দেওয়া হবে না।

এর আগে গত ৪ অক্টোবর ‘সি’ ইউনিটের ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হয়। তিন শিফটে নিবন্ধিত পরীক্ষার্থীর সংখ্যা ছিল ৪৪ হাজার ১৮৮ জন। এর মধ্যে উপস্থিত ছিলেন ৩৩ হাজার ৪৪৭ জন। অনুপস্থিত ছিলেন ১০ হাজার ৭৪১ জন।

সালমান শাকিল/আরএইচ/এমএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।