চবিতে ঢাবির ‘চ’ ইউনিটের ভর্তি পরীক্ষায় অনুপস্থিত ৩৮৮

বিশ্ববিদ্যালয় প্রতিবেদক
বিশ্ববিদ্যালয় প্রতিবেদক বিশ্ববিদ্যালয় প্রতিবেদক চবি
প্রকাশিত: ০২:১৬ পিএম, ০৯ অক্টোবর ২০২১

ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) স্নাতক প্রথম বর্ষের ‘চ’ ইউনিটের ভর্তি পরীক্ষার চট্টগ্রাম বিভাগের কেন্দ্র চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে (চবি) অনুপস্থিত ছিলেন ৩৮৮ জন।

শনিবার (৯ অক্টোবর) বেলা ১১টায় পরীক্ষা শুরু হয়ে দুপুর সাড়ে ১২টায় শেষ হয়।

প্রক্টর ড. রবিউল হাসান ভূঁইয়া শিক্ষার্থীদের অনুপস্থিত থাকার বিষয়টি নিশ্চিত করেন।

তিনি জানান, পরীক্ষায় ৯৪৬ জন ভর্তিচ্ছুর মধ্যে অংশ নিয়েছেন ৫৫৮ জন। যা মোট পরীক্ষার্থীর প্রায় ৫৯ শতাংশ। অনুপস্থিত ছিলেন ৩৮৮ জন, যা মোট পরীক্ষার্থীর ৪১ শতাংশ।

তিনি আরও জানান, ঢাবির ‘চ’ ইউনিটের ভর্তি পরীক্ষা সুষ্ঠুভাবে সম্পন্ন হয়েছে। জালিয়াতি বা অনিয়মের কোনো ঘটনা ঘটেনি। জালিয়াতি রোধে বিশ্ববিদ্যালয় প্রশাসন সতর্ক অবস্থানে আছে বলেও জানান তিনি।

চবিতে আগামী ২২ অক্টোবর ঢাবির ‘গ’ ইউনিটের পরীক্ষায় ৩৫৫৫ জন ও ‘ঘ’ ইউনিটের পরীক্ষায় ৯৮৮০ জন ভর্তিচ্ছু পরীক্ষায় অংশগ্রহণ করবেন। এর আগে ঢাবির ‘ক’ এবং ‘খ’ ইউনিটের ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হয়েছে।

রোকনুজ্জামান/ এফআরএম/এএসএম

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।