১৮ মাস পর খুললো ইবির কেন্দ্রীয় গ্রন্থাগার

বিশ্ববিদ্যালয় প্রতিবেদক
বিশ্ববিদ্যালয় প্রতিবেদক বিশ্ববিদ্যালয় প্রতিবেদক ইসলামী বিশ্ববিদ্যালয়
প্রকাশিত: ০৫:৪৪ পিএম, ০৫ অক্টোবর ২০২১

দীর্ঘ ১৮ মাস পর ইসলামী বিশ্ববিদ্যালয়ের (ইবি) কেন্দ্রীয় গ্রন্থাগার শিক্ষক-শিক্ষার্থীদের জন্য খুলে দেওয়া হয়েছে।

মঙ্গলবার (৫ অক্টোবর) সকালে খুলে দেয়া হয় গ্রন্থাগার। এখন থেকে অফিস চলাকালীন সকাল ৯টা থেকে বিকাল ৪টা পর্যন্ত গ্রন্থাগার খোলা থাকবে। তিবে বিশ্ববিদ্যালয় বন্ধের দিন গ্রন্থাগারও বন্ধ থাকবে।

জানা গেছে, যেসব বিভাগের পরীক্ষা চলমান কেবল সেসব বিভাগের শিক্ষার্থীরা গ্রন্থাগারে প্রবেশ করতে পারবে।

বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় গ্রন্থাগারিক (ভারপ্রাপ্ত) এস এম আব্দুল লতিফ এ তথ্য নিশ্চিত করেছেন।

Central-Library-IU.jpg

তিনি জানান, সব ধরনের প্রস্তুতি আগে থেকেই নেওয়া ছিল। নির্দেশনা পাওয়ার পর সকাল থেকেই গ্রন্থাগার খুলে দেয়া হয়েছে। শিক্ষার্থীরাও আসছে। তাদের জন্য মাস্ক ও হ্যান্ড স্যানিটাইজারের ব্যবস্থা করা হয়েছে।

এদিকে গ্রন্থাগার খোলার সিদ্ধান্তে উচ্ছ্বসিত শিক্ষার্থীরাও। আইন বিভাগের শিক্ষার্থী সোহেল রানা বলেন, লাইব্রেরি খোলা না থাকায় অনেক ধরনের সমস্যা হচ্ছিল। পরীক্ষা উপযোগী সব বই কেনা একেবারে অসম্ভব। লাইব্রেরি থেকে প্রয়োজনীয় বইগুলো পড়তে পারছি। প্রশাসনের এমন সিদ্ধান্তকে সাধুবাদ জানাই।

রায়হান মাহবুব/এএইচ/এমএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।