রাবিতে ৩৮তম আন্তঃকলেজ অ্যাথলেটিকস প্রতিযোগিতা শুরু


প্রকাশিত: ০৬:৩১ এএম, ২১ ডিসেম্বর ২০১৫

রাজশাহী বিশ্ববিদ্যালয়ে (রাবি) দুই দিনব্যাপি ৩৮তম আন্তঃকলেজ অ্যাথলেটিকস প্রতিযোগিতা শুরু হয়েছে। সোমবার সকাল ৯টার দিকে বিশ্ববিদ্যালয় স্টেডিয়ামে বেলুন-ফেস্টুন ও শান্তির প্রতীক কবুতর উড়িয়ে এই প্রতিযোগিতার উদ্বোধন করেন অনুষ্ঠানের প্রধান অতিথি উপাচার্য অধ্যাপক ড. মুহম্মদ মিজানউদ্দিন।

অ্যাথলেটিকস ও অ্যাকুয়াটিকস সাবকমিটির সভাপতি সামাজিক বিজ্ঞান অনুষদের ডিন অধ্যাপক নীলুফার সুলতানা অনুষ্ঠানে সভাপতিত্ব করেন। এ নসয় আরও উপস্থিত ছিলেন উপ-উপাচার্য অধ্যাপক চৌধুরী সারওয়ার জাহান, ছাত্র-উপদেষ্টা অধ্যাপক মো. ছাদেকুল আরেফিন, প্রক্টর অধ্যাপক মো. তারিকুল হাসান, জনসংযোগ দফতরের প্রশাসক অধ্যাপক মো. ইলিয়াছ হোসেনসহ বিভিন্ন হলের প্রাধ্যক্ষবৃন্দ এবং অ্যাথলেটিকস ও অ্যাকুয়াটিকস সাবকমিটির সদস্যবৃন্দ, শরীরচর্চা শিক্ষা বিভাগের পরিচালক ও সংশ্লিষ্ট কর্মকর্তাবৃন্দ।

এবারে এই প্রতিযোগিতায় ৪১টি ইভিন্টে প্রায় ২৬০ জন খেলোয়াড় অংশ নিচ্ছেন।

রাশেদ রিন্টু/এসএস/এমএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।