ভর্তি পরীক্ষা ঘিরে কোনো অপ্রীতিকর ঘটনা নেই: ঢাবি প্রক্টর

নিজস্ব প্রতিবেদক
নিজস্ব প্রতিবেদক নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ১১:১৮ এএম, ০১ অক্টোবর ২০২১

ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) ২০২০-২১ সেশনের ‘ক’ ইউনিটের ভর্তি পরীক্ষা শুরুর আগে কোনো অপ্রীতিকর ঘটনা পাওয়া যায়নি বলে জানিয়েছেন বিশ্ববিদ্যালয়ের প্রক্টর অধ্যাপক গোলাম রাব্বানী।

শুক্রবার (১ অক্টোবর) পরীক্ষা শুরুর আগে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ কথা জানান।

ঢাবি প্রক্টর বলেন, সারাদেশে বিভাগীয় পর্যায়ের কোনো কেন্দ্র থেকেই এখনো পর্যন্ত কোনো অপ্রীতিকর ঘটনা পাওয়া যায়নি। তবে আমরা ডিজিটাল ডিভাইস ব্যবহারের বিষয়টিকে বিশেষ গুরুত্ব দিচ্ছি। একটা আশঙ্কা রয়েছে। কেউ যদি এটি ব্যবহার করে তাকে সেখানেই বহিষ্কার ও কঠোর ব্যবস্থা নেওয়া হবে।

তিনি আরও বলেন, যদি কেউ ডিজিটাল মাধ্যম ব্যবহার করে পরীক্ষা দেন এবং সেটা পরবর্তিতে প্রমাণ হয়, তবে আমরা তাকে শিক্ষাজীবন শেষ হলেও বহিষ্কার করবো।

এসময় বিগত বছরে যারা এসব ডিজিটাল ডিভাইস ব্যবহার করে পরীক্ষা দিয়েছেন, তাদের বহিষ্কারের কথা উল্লেখ করেন প্রক্টর।

আরএসএম/এমকেআর/জিকেএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।