চবিতে শসার ঝুড়িতে মিললো ১৫ কেজি হরিণের মাংস

বিশ্ববিদ্যালয় প্রতিবেদক
বিশ্ববিদ্যালয় প্রতিবেদক বিশ্ববিদ্যালয় প্রতিবেদক চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়
প্রকাশিত: ০৪:৩৩ পিএম, ৩০ সেপ্টেম্বর ২০২১

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় (চবি) ক্যাম্পাস থেকে আনুমানিক ১৫ কেজি হরিণের মাংস জব্দ করা হয়েছে। দুইটি ঝুড়িতে শসার নিচে লুকিয়ে মাংসগুলো নিয়ে যাওয়ার সময় জব্দ করা হয়।

বৃহস্পতিবার (৩০ সেপ্টেম্বর) বিকেল পৌনে ৩টার দিকে বিশ্ববিদ্যালয়ের জারুলতলা এলাকায় মাংসগুলো ফেলে পালিয়ে যান বহনকারী ব্যক্তি। এ ঘটনায় এখন পর্যন্ত কাউকে আটক করা যায়নি।

প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, এক ব্যক্তি দুইটি ঝুড়িতে করে শসা নিয়ে ক্যাম্পাস থেকে বাইরে যাচ্ছিলেন। বিশ্ববিদ্যালয়ের আন্তর্জাতিক সম্পর্ক বিভাগের শিক্ষার্থী রমজান হোসেন অপু শসা কেনার উদ্দেশ্যে ওই ব্যক্তিকে ডাকেন এবং শসার দাম জিজ্ঞাসা করেন। ওই ব্যক্তি দাম বলতে অস্বীকৃতি জানান। এক পর্যায়ে বলেন, শসাগুলো বাড়ির জন্য নিয়ে যাচ্ছেন। তার এ কথায় সন্দেহ হয় ওই শিক্ষার্থীর।

পরে জেরা করলে ওই ব্যক্তি ঝুড়ি ফেলে দৌড়ে পালিয়ে যান। ঝুড়ি দুটি মাটিতে পড়ে গেলে একটি ঝুড়ির নিচ থেকে মাংসগুলো বের হয়ে আসে। পরে অন্য ঝুড়িতেও মাংস পাওয়া যায়। প্রায় ১৫টির মতো পলিথিনের ব্যাগে করে এগুলো নিয়ে যাওয়া হচ্ছিল।

পরে প্রক্টরিয়াল বডি ও পুলিশ এসে মাংসসহ ঝুড়ি দুটি জব্দ করে প্রক্টর অফিসে নিয়ে যায়। ঘটনাস্থলে সিসিটিভি ক্যামেরা থাকলেও নতুন করে ক্যামেরা বসানোর প্রক্রিয়া চলমান থাকায় সেটা বুধবার (২৯ সেপ্টেম্বর) থেকে অচল বলে প্রক্টর অফিস সূত্রে জানা গেছে।

এ বিষয়ে বিশ্ববদ্যিালয়ের প্রক্টর ড. রবিউল হাসান ভূঁইয়া জাগো নিউজকে বলেন, মাংসগুলো আমরা জব্দ করেছি। এ বিষয়ে বনবিভাগের সঙ্গে কথা হয়েছে। এগুলো সেখানে পাঠানো হবে।

রোকনুজ্জামান/এসআর/জেআইএম

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।