টিকার জন্য জন্মনিবন্ধনের তথ্য দিয়েছেন শাবিপ্রবির ৭৯৫ শিক্ষার্থী

বিশ্ববিদ্যালয় প্রতিবেদক
বিশ্ববিদ্যালয় প্রতিবেদক বিশ্ববিদ্যালয় প্রতিবেদক শাবিপ্রবি
প্রকাশিত: ০৪:৫৬ পিএম, ২৭ সেপ্টেম্বর ২০২১
ফাইল ছবি

করোনার টিকার জন্য জন্মনিবন্ধন সনদের তথ্য দিয়েছেন শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (শাবিপ্রবি) ৭৯৫ শিক্ষার্থী।

সোমবার (২৭ সেপ্টেম্বর) বিশ্ববিদ্যালয়ের নিজস্ব ওয়েবসাইটে প্রকাশিত তালিকা ও রেজিস্ট্রার দফতর সূত্রে এ তথ্য জানা গেছে।

সংশ্লিষ্ট সূত্র জানায়, এনআইডি না থাকায় দেশের পাবলিক বিশ্ববিদ্যালয়ে অধ্যয়নরত অনেক শিক্ষার্থী এখনও করোনার টিকা নিতে পারেননি। এর প্রেক্ষিতে সম্প্রতি বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশন (ইউজিসি) নিজ-নিজ বিশ্ববিদ্যালয় থেকে শিক্ষার্থীদের জন্মনিবন্ধন সনদের তথ্যের আহ্বান করে। ফলে শাবিপ্রবির ৭৯৫ শিক্ষার্থীর তথ্য ইউজিসিতে পাঠানো হয়েছে। তালিকাভুক্ত শিক্ষার্থীরা ইউজিসির অনুমোদন সাপেক্ষে সুরক্ষা অ্যাপে নিবন্ধনের মাধ্যমে টিকা নিতে পারবেন।

এর আগে টিকা পেতে বিশ্ববিদ্যালয়ের আবাসিক-অনাবাসিক মিলিয়ে আট হাজার ২০২ শিক্ষার্থী এনআইডি কার্ডের তথ্য দেন। এ তালিকার উল্লেখযোগ্য সংখ্যক শিক্ষার্থী ইতোমধ্যে সুরক্ষা অ্যাপে নিবন্ধন করে নির্ধারিত কেন্দ্র থেকে টিকা নিয়েছেন।

মোয়াজ্জেম আফরান/আরএইচ/এএসএম

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।