চবির সিনেট অধিবেশন শনিবার
চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় (চবি) সিনেটের ৩৩তম বার্ষিক অধিবেশন অনুষ্ঠিত হবে।এতে সভাপতিত্ব করবেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. শিরীণ আখতার।
শনিবার (২৫ সেপ্টেম্বর) বেলা ১১টায় বিশ্ববিদ্যালয়ের উপাচার্যের সম্মেলন কক্ষে এ সভা অনুষ্ঠিত হবে। করোনা পরিস্থিতিতে সিনেট অধিবেশনে সশরীরে উপস্থিত থাকতে না পারলেও ভার্চুয়ালি যুক্ত থাকতে পারবেন সিনেটররা।
সংশ্লিষ্ট সূত্র জানায়, এবারের সিনেট অধিবেশনে বিশ্ববিদ্যালয়ের ২০২১-২২ অর্থবছরের ৩৬০ কোটি ৭৯ লাখ টাকার বাজেট উপস্থাপিত হবে। এছাড়া বছরব্যাপী চলা বিশ্ববিদ্যালয়ের সার্বিক কার্যক্রম ও কর্মপরিকল্পনা নিয়ে আলোচনা করা হবে।
এর আগে, গত ২৭ জুন উপাচার্যের সম্মেলন কক্ষে চবি সিন্ডিকেট ও ফাইন্যান্স কমিটির ৫৭তম যৌথসভায় এ বাজেট অনুমোদন দেওয়া হয়।
এ বিষয়ে বিশ্ববিদ্যালয়ের ভারপ্রাপ্ত রেজিস্ট্রার অধ্যাপক এস এম মনিরুল হাসান বলেন, স্বাস্থ্যবিধি মেনেই সিনেট অধিবেশন অনুষ্ঠিত হবে।
রোকনুজ্জামান/আরএইচ/এএসএম