ইবিতে ছাত্রলীগের সংর্ঘষ : গুলিবিদ্ধসহ আহত ৭
শিক্ষক নিয়োগ বোর্ডকে কেন্দ্র করে ইসলামী বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রলীগের দু’গ্রুপের মধ্যে আবারো সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে একজন গুলিবিদ্ধসহ ৭ জন আহত হয়েছেন। শনিবার দুপুর সাড়ে ১২ টায় বিশ্ববিদ্যালয় চত্বরে এ সংঘর্ষের ঘটনা ঘটে।
পুলিশ ও প্রতক্ষ্যদর্শীরা জানায়, বিশ্ববিদ্যালয়ের শিক্ষক নিয়োগ বোর্ড গঠন নিয়ে ছাত্রলীগের সভাপতি সাইফুল ইসলাম ও সহ-সভাপতি মিজানুর রহমান মিজু গ্রুপের মধ্যে দ্বন্দ্ব চলে আসছিলো। এরই জের ধরে গত বৃহস্পতিবার ছাত্রলীগের দু’গ্রুপের মধ্যে সংঘর্ষের ঘটনাও ঘটে। এতে ১জন গুলিবিদ্ধসহ ৮ জন আহত হয়।
শনিবার সকাল থেকেই ছাত্রলীগের দু’গ্রুপ ক্যাম্পাসে নিজেদের আধিপত্য বিস্তারে অবস্থান নেয়। দুপুর সাড়ে ১২টার দিকে উভয় গ্রুপ মিছিল শুরু করলে সংঘর্ষ বেধে যায়। এ সময় দু’গ্রপের মধ্যে কয়েক রাউন্ড গুলি বিনিময়ের ঘটনাও ঘটে। এতে বশির নামে এক ছাত্রলীগ নেতা গুলিবিদ্ধসহ ৭ নেতা-কর্মী আহত হয়। পরে পুলিশ পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে ফাঁকা গুলি ছোড়ে। এতে ছত্রভঙ্গ হয়ে সভাপতি গ্রুপের নেতাকর্মীরা দলীয় টেন্টে এবং সহ সভাপতি গ্রুপের নেতাকর্মীরা আমবাগানে অবস্থান নিয়েছে।
ইবি থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শফিকুল ইসলাম চৌধুরী বলেন, বর্তমানে পরিস্থিতি নিয়ন্ত্রণে রয়েছে। আবার সংঘর্ষের আশঙ্কায় ক্যাম্পাসে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে।
আল-মামুন সাগর/এসএস/এমএস