সোম ও মঙ্গলবার রাবিতে ক্লাস-পরীক্ষা বর্জন


প্রকাশিত: ০২:৪৯ এএম, ১৭ নভেম্বর ২০১৪

রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) সমাজবিজ্ঞান বিভাগের শিক্ষক ড. শফিউল ইসলাম হত্যার প্রতিবাদে সোম ও মঙ্গলবার ক্লাস এবং পরীক্ষা বর্জনের ঘোষণা দিয়েছে শিক্ষক সমিতি।

জুবিরী হলে জরুরী সভাশেষে এ কর্মসূচি ঘোষণা করেন শিক্ষক সমিতির সাধারণ সম্পাদক প্রফেসর ড. প্রণব কুমার পান্ডে।

প্রণব কুমার পান্ডে বলেন, ‘সোম ও মঙ্গলবার বিশ্ববিদ্যালয়ের সব ক্লাস ও পরীক্ষা বন্ধ থাকবে। আগামী এক সপ্তাহ শিক্ষক সমিতির পক্ষ থেকে শোক পালন করা হবে। ১৯ নভেম্বর বিকেল সাড়ে ৩টার দিকে নগরীর জিরোপয়েন্টে মানববন্ধন করবে বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতি।’

তিনি বলেন, ‘১৫ দিনের মধ্যে ড. শফিউল হত্যার চার্জশিট জমা না দিলে শিক্ষক সমিতির পক্ষ থেকে আরও কঠোর কর্মসূচি ঘোষণা করা হবে।’

এদিকে অধ্যাপক শফিউল ইসলামকে হত্যার প্রতিবাদে বিশ্ববিদ্যালয়ের সমাজবিজ্ঞান বিভাগের পক্ষ থেকেও তিনদিনের শোক কর্মসূচি পালন ও ক্লাস-পরীক্ষা বর্জন ঘোষণা দেওয়া হয়েছে।

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।