বুয়েটে ভর্তির প্রাথমিক বাছাই পরীক্ষা ২০-২১ অক্টোবর
বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের (বুয়েট) ২০২০-২১ শিক্ষাবর্ষে ভর্তির প্রাথমিক বাছাই পরীক্ষা আগামী ২০ ও ২১ অক্টোবর অনুষ্ঠিত হবে। এছাড়া ৬ নভেম্বর চূড়ান্ত পরীক্ষা আয়োজনের প্রাথমিক সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
বুধবার (৮ সেপ্টেম্বর) বিষয়টি নিশ্চিত করেছেন বুয়েটের রেজিস্ট্রার ড. মো. ফোরকান উদ্দিন।
তিনি জাগো নিউজকে বলেন, বিশ্ববিদ্যালয় পরিষদের বৈঠকে বুয়েট ভর্তি পরীক্ষার যে তারিখ নির্ধারণ করা হয়েছে, সেটা একাডেমিক কাউন্সিলের বৈঠকে অনুমোদন দেওয়া হয়েছে। সেই সিদ্ধান্ত অনুযায়ী আগামী ২০ ও ২১ অক্টোবর প্রাথমিক বাছাই পরীক্ষা অনুষ্ঠিত হবে। আর চূড়ান্ত পরীক্ষা হবে ৬ নভেম্বর।
গত ২২ জুন একাডেমিক কাউন্সিলের বৈঠকে অনির্দিষ্টকালের জন্য নিজেদের ভর্তি পরীক্ষা স্থগিত ঘোষণা করে বুয়েট। সেদিন এক বিজ্ঞপ্তিতে বুয়েট জানায়, প্রাথমিক বাছাই পরীক্ষার অন্তত ১০ দিন আগে ভর্তি পরীক্ষার তারিখ ঘোষণা করা হবে।
এমএইচএম/এআরএ/এমএস