বিশ্ববিদ্যালয়ের ফলাফলে এগিয়ে গ্রামের শিক্ষার্থীরা

বিশ্ববিদ্যালয় প্রতিবেদক
বিশ্ববিদ্যালয় প্রতিবেদক বিশ্ববিদ্যালয় প্রতিবেদক রাজশাহী বিশ্ববিদ্যালয়
প্রকাশিত: ০৫:৪৬ পিএম, ০২ সেপ্টেম্বর ২০২১

রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) একটি গবেষণা বলছে, বিশ্ববিদ্যালয়ে শহরের তুলনায় গ্রাম থেকে পড়তে আসা শিক্ষার্থীরাই পরীক্ষায় ভালো ফলাফল করছেন। আর ভালো ফলাফলে নিজের প্রযুক্তিগত দক্ষতা, উচ্চ মাধ্যমিকের শিক্ষাপ্রতিষ্ঠান এবং মায়ের শিক্ষাগত যোগ্যতার বেশ ভূমিকা রয়েছে।

‘ডিটারমিন্যান্টস অব একাডেমিক পারফরম্যান্স অব দ্য স্টুডেন্টস অব পাবলিক ইউনিভার্সিটি ইন বাংলাদেশ’ শিরোনামের এ গবেষণাটি করেছেন রাজশাহী বিশ্ববিদ্যালয়ের পপুলেশন সায়েন্স অ্যান্ড হিউম্যান রিসোর্চ বিভাগের অধ্যাপক রাশেদ আলম ও অধ্যাপক ড. রফিকুল ইসলাম।

গবেষণায় রাজশাহী বিশ্ববিদ্যালয় ও পাবনা বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের মোট ৭৯৩ জন শিক্ষার্থীকে নমুনা হিসেবে নেওয়া হয়।

শিক্ষার্থীদের ওপর করা গবেষণা প্রতিবেদনটি বলছে, যেসব শিক্ষার্থীর মায়েরা উচ্চশিক্ষিত, তাদের ৮৯ শতাংশের সন্তানরা ভালো ফলাফল করছেন। যেসব শিক্ষার্থী তাদের পছন্দমতো শিক্ষাপ্রতিষ্ঠানে ভর্তি হতে পেরেছেন তাদের ফলাফল তুলনামূলক ভালো হয়েছে। অন্যদিকে নিজেদের পছন্দমতো বিষয়ে পড়ার সুযোগ না পাওয়ায় শিক্ষার্থীদের ফলাফল তুলনামূলক খারাপ হয়েছে।

উচ্চ মাধ্যমিক পর্যায়ে শহরের শিক্ষাপ্রতিষ্ঠানে পড়া শিক্ষার্থীর হার বিশ্ববিদ্যালয়ে বেশি হলেও গ্রামের কলেজ থেকে আসা শিক্ষার্থীরা একাডেমিক পারফরম্যান্সে ভালো করছেন। গ্রামের কলেজ থেকে আসা শিক্ষার্থীদের ৮২ শতাংশই ভালো ফলাফল করেছেন। যেখানে শহরের শিক্ষাপ্রতিষ্ঠান থেকে আসা শিক্ষার্থীদের ভালো ফলাফলের হার শতকরা ৭৮ ভাগ।

আবাসিক হলে থাকা শিক্ষার্থীর সংখ্যা বেশি হলেও মেসে থাকা শিক্ষার্থীরা ভালো করেছেন। মেসে থাকা শিক্ষার্থীর ৮১ শতাংশই ভালো ফলাফল করছেন বলে তথ্য উঠে এসেছে এ গবেষণায়।

গবেষণা প্রতিবেদনটি আরও বলছে, যেসব শিক্ষার্থী প্রযুক্তির সঙ্গে খাপ খাইয়ে নিতে পারছেন না তাদের একাডেমিক পারফরম্যান্স খারাপ হচ্ছে।

গবেষক অধ্যাপক রাশেদ আলম জাগো নিউজকে বলেন, আমাদের বিভাগগুলোতে শিক্ষার্থীর মূল্যায়নের সময়েও দেখতে পেয়েছি যারা ভালো ফলাফল করছেন তাদের এক থেকে পাঁচজনের মধ্যে তিন থেকে চারজনই গ্রাম থেকে আসা শিক্ষার্থী। যা গবেষণায় প্রাপ্ত ফলাফলেও পরিলক্ষিত হয়েছে।

তিনি বলেন, অপেক্ষাকৃত কম শিক্ষিত মায়েদের সন্তানরা ভালো করছেন না, বিষয়টি এমন নয়। তবে শিক্ষিত মায়েদের সন্তানদের ভালো করার হার বেশি। মায়েদের শিক্ষার একটি দীর্ঘমেয়াদি প্রভাব তার সন্তানদের ওপর আছে। যা প্রাথমিক থেকে শুরু হয়।

আবাসিক হলে থাকার চেয়ে মেসে থাকা শিক্ষার্থীদের ফলাফল ভালো হওয়ার কারণ সম্পর্কে বলতে গিয়ে এ অধ্যাপক বলেন, শিক্ষার্থীদের মতামত হলো তারা আবাসিক হলের চেয়ে মেসে পড়ালেখার পরিবেশ বেশি পান।

সালমান শাকিল/এসআর/জিকেএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।