বাকৃবিতে জাতীয় মৎস্য সপ্তাহ উদযাপিত
বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ে (বাকৃবি) জাতীয় মৎস্য সপ্তাহ উদযাপন করা হয়েছে। সোমবার (৩০ আগস্ট) ব্রহ্মপুত্র নদে মাছের পোনা অবমুক্ত করে বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. লুৎফুল হাসান দিবসের কার্যক্রম শুরু করেন।
এ উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে উপাচার্য বলেন, কয়েক বছর আগেও বাংলাদেশে খাদ্য পুষ্টির অভাব দেখা দেবে এমন একটা সম্ভাবনা ছিল। কিন্তু বর্তমানে বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন শিক্ষক এবং ছাত্র-ছাত্রীদের গবেষণালব্ধ ফলাফল প্রান্তিক কৃষকের মাঝে ছড়িয়ে দেওয়ার মাধ্যমে দেশে প্রোটিন এবং ভিটামিনের চাহিদা পূরণ করা সম্ভব হয়েছে।
তিনি বলেন, আমি শ্রদ্ধাভরে স্মরণ করি বাঙালি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে যার সুচিন্তা এবং অবদানের ফলে কৃষিবিদদের প্রথম শ্রেণির সম্মাননা দেয়ার মাধ্যমে এই পুষ্টি ঘাটতি পূরণের অগ্রযাত্রা শুরু হয়। ফিশারিজ অনুষদের শিক্ষক-ছাত্র-ছাত্রী, কর্মকর্তা-কর্মচারীদের নিরলস পরিশ্রমের ফসল আজকের এই মাছের ঘাটতি পূরণ।
মাৎস্যবিজ্ঞান অনুষদের ডিন অধ্যাপক ড. মো. মাহফুজুল হকের সভাপতিত্বে অনুষ্ঠানে ছাত্রবিষয়ক উপদেষ্টা অধ্যাপক ড. এ. কে. এম. জাকির হোসেন, পরিকল্পনা ও উন্নয়নের পরিচালক অধ্যাপক ড. হারুন-অর-রশিদ, প্রোক্টর অধ্যাপক ড. মুহাম্মদ মহির উদ্দিন, বাকৃবি জাতীয় মৎস্য সপ্তাহ উদযাপন কমিটির সভাপতি অধ্যাপক ড. মো. আবুল মনসুর, অধ্যাপক ড. মো. রফিকুল ইসলাম সরদার, অধ্যাপক ড. মোছা. কানিজ ফাতেমা, অধ্যাপক ড. ফাতেমা হক শিখাসহ মাৎস্যবিজ্ঞান অনুষদের শিক্ষক-শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।
এনএইচ/এমআরআর/এএসএম