ঢাবি গার্হস্থ্য অর্থনীতি ভর্তি পরীক্ষার ফল প্রকাশ


প্রকাশিত: ০২:৫১ পিএম, ১৫ ডিসেম্বর ২০১৫

ঢাকা বিশ্ববিদ্যালয় (ঢাবি) ২০১৫-২০১৬ শিক্ষাবর্ষে জীববিজ্ঞান অনুষদভুক্ত গার্হস্থ্য অর্থনীতি ইউনিটের প্রথম বর্ষ স্নাতক সম্মান শ্রেণির ভর্তি পরীক্ষার ফল আজ মঙ্গলবার প্রকাশ করা হয়েছে। ঢাবি উপাচার্য অধ্যাপক ড. আ আ ম স আরেফিন সিদ্দিক আজ দুপুরে প্রশাসনিক ভবনস্থ কেন্দ্রীয় ভর্তি অফিসে আনুষ্ঠানিকভাবে এই ফলাফল প্রকাশ করেন।

ভর্তিচ্ছু মোট ৫ হাজার ৪৭২ জন ছাত্র-ছাত্রীর মধ্যে ৪ হাজার ১৫৫ জন পরীক্ষায় অংশগ্রহণ করেন। এরমধ্যে ৩ হাজার ৭৮৪ জন উত্তীর্ণ হয়েছে। আসন সংখ্যা রয়েছে ২ হাজার ২০০টি। পাশের হার সম্মিলিত ৯১.০৭%। এর মধ্যে বিজ্ঞান ৯৬.১৯%, মানবিক ৯১.৫২%, ব্যবসায় ৮২.০৪% এবং গার্হস্থ্য অর্থনীতি ৫০%।

এসময় জীববিজ্ঞান অনুষদের ডিন ও গার্হস্থ্য অর্থনীতি ইউনিটের ভর্তি পরীক্ষার সমন্বয়কারী অধ্যাপক ড. মো. ইমদাদুল হক এবং ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধিভুক্ত গার্হস্থ্য অর্থনীতি কলেসমূহের অধ্যক্ষবৃন্দ উপস্থিত ছিলেন।

উল্লেখ্য, গত ১১ ডিসেম্বর এই ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হয়। পরীক্ষার বিস্তারিত ফলাফল বিশ্ববিদ্যালয়ের admission.eis.du.ac.bd ওয়েবসাইটে জানা যাবে। তাছাড়া, যে কোন অপারেটরের মোবাইল ফোন থেকে DU GOC ˂roll no˃ টাইপ করে ১৬৩২১ নম্বরে Send করে ফিরতি SMS-এ ফলাফল জানা যাবে।

ঢাবির এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, পাশকৃত শিক্ষার্থীদের আগামী ২২ ডিসেম্বর থেকে ৩১ ডিসেম্বর পর্যন্ত ওয়েবসাইটে বিস্তারিত ফরম ও বিষয় পছন্দক্রম ফরম পূরণ করতে হবে। উত্তীর্ণ ছাত্র-ছাত্রীদের কোটার ফরম ১৭ ডিসেম্বর থেকে ২৭ ডিসেম্বর মধ্যে সংশ্লিষ্ট কোটার ফরম জীববিজ্ঞান অনুষদের ডিন অফিস থেকে সংগ্রহ করে যথাযথভাবে পূরণ করে জমা দিতে হবে।

জেডএইচ/আরআইপি

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন jagofeature@gmail.com ঠিকানায়।