উত্তরায় জবি শিক্ষার্থীর ঝুলন্ত মরদেহ উদ্ধার
উত্তরার ৬নং সেক্টরের একটি কোচিং সেন্টার থেকে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের (জবি) ২০১৭-১৮ শিক্ষাবর্ষের শিক্ষার্থী মোহাম্মদ মেসবাহর ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে উত্তরা পূর্ব থানা পুলিশ।
গতকাল রোববার রাতে এ মরদেহ উদ্ধার করা হয়। সোমবার (২৩ আগস্ট) সকালে মরদেহ ময়নাতদন্তের জন্য শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠিয়েছে থানা পুলিশ। মেসবাহ জগন্নাথ বিদ্যালয়ের ২০১৭-১৮ সেশনের জেনেটিক ইঞ্জিনিয়ারিং বিভাগের শিক্ষার্থী।
মেসবাহর সহপাঠীরা জানান, বেশকিছুদিন ধরেই সে বিষন্নতায় ভুগছিল। অনেকে মনে করছে প্রেমঘটিত কারণে সুসাইড করেছে মেসবাহ। কয়েকদিন ধরে সে মেয়েদের সহ্য করতে পারছিল না।
উত্তরা পূর্ব থানার ওসি জহিরুল ইসলাম জানান, করোনার আগে তিনভাই মিলে একটি কোচিং সেন্টার চালু করে, সেখানে তিনভাই একসঙ্গে থাকতো। ধারণা করছি এটি আত্মহত্যা। ময়নাতদন্তের জন্য মরদেহ শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতালে নেয়া হয়েছে। ময়নাতদন্তের পর মৃত্যুর সঠিক কারণ জানা যাবে।
এ বিষয়ে বিশ্ববিদ্যালয়ের প্রক্টর মোস্তফা কামাল বলেন, আমরা বিষয়টি জেনেছি। আমরা তার পরিবারের সঙ্গে যোগাযোগ করার চেষ্টা করছি।
জেএইচ/এমকেএইচ