রাবিতে ক্লাস-পরীক্ষা বর্জনের ঘোষণা


প্রকাশিত: ০২:৫৭ এএম, ১৬ নভেম্বর ২০১৪

রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) সমাজবিজ্ঞান বিভাগের সহযোগী অধ্যাপক শফিউল ইসলাম লিলনকে হত্যার প্রতিবাদে রোববার ক্লাস-পরীক্ষা বর্জনের ঘোষণা দিয়েছে বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতি।

শিক্ষক সমিতির সাধারণ সম্পাদক প্রবণ কুমার পান্ডে জানিয়েছেন, রোববার রাজশাহী বিশ্ববিদ্যালয়ের সব ক্লাস-পরীক্ষা বর্জনের ঘোষণা দিয়েছেন তারা। তবে প্রথম বর্ষে শিক্ষার্থী ভর্তিসংক্রান্ত প্রশাসনিক কার্যক্রম স্বাভাবিকভাবে চলবে।

এদিকে শিক্ষক হত্যার ঘটনায় বিশ্ববিদ্যালয়ে থমথমে পরিস্থিতি বিরাজ করছে। শিক্ষার্থী ও শিক্ষকরা এ হত্যাকাণ্ডের সঙ্গে জড়িতদের দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করেছেন।

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।