জাবি ফার্মেসি বিভাগের রজতজয়ন্তী ও পুনর্মিলনী বৃহস্পতিবার


প্রকাশিত: ০৮:১২ পিএম, ১৩ ডিসেম্বর ২০১৫

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের (জাবি) ফার্মেসি বিভাগের ২৫ বছর পূর্তি উপলক্ষে দুই দিনব্যাপি রজতজয়ন্তী ও পুনর্মিলনী অনুষ্ঠান আগামী বৃহস্পতিবার (১৭ ডিসেম্বর) অনুষ্ঠিত হবে। এদিন সকাল সাড়ে ১০টায় বিশ্ববিদ্যালয়ের জহির রায়হান মিলনায়তনে প্রথম দিনের উদ্বোধন ঘোষণা করা হবে।

অনুষ্ঠানের সভাপতিত্ব করবেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. ফারজানা ইসলাম। অনুষ্ঠানের দ্বিতীয় দিন শুক্রবার (১৮ ডিসেম্বর) স্বাস্থ্যমন্ত্রী মোহাম্মদ নাসিম প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন বলে জানিয়েছেন ফার্মেসি বিভাগের সভাপতি অধ্যাপক ড. সুকল্যাণ কুমার কুণ্ডু।

অনুষ্ঠানে বিশেষ সম্মাননা প্রদান করা হবে গণস্বাস্থ্য কেন্দ্রের প্রতিষ্ঠাতা ও পরিচালক ডা. জাফরুল্লাহ চৌধুরীকে। এছাড়া অনুষ্ঠানের প্রথম দিন থাকছে জহির রায়হান মিলনায়তনে বিজ্ঞানবিষয়ক সেমিনার ও সেলিম আল দীন মুক্তমঞ্চে জনপ্রিয় সংগীত ব্যান্ড শিরোনামহীনের কনসার্ট। অনুষ্ঠানের দ্বিতীয় দিন থাকছে গ্রান্ড র‌্যালি ও জনপ্রিয় সংগীত শিল্পী সামিনা চৌধুরীর একক সংগীত উপস্থাপনা।

এতে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থাকবেন সাভার উপজেলার সংসদ সদস্য ডা. এনামুর রহমান, বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য অধ্যাপক ড. আবুল হোসেন, ট্রেজারার ড. আবুল খায়ের, জীববিজ্ঞান অনুষদের ডিন ড. আব্দুল জব্বার হাওলাদার, স্কয়ার ফার্মাসিউটিক্যালসের ম্যানেজিং ডিরেক্টর জনাব তপন চৌধুরী, বিকন ফার্মসিউটিক্যালসের ম্যানেজিং ডিরেক্টর জনাব মোহাম্মদ এবাদুল করিম, ইউনিমেড অ্যান্ড ইউনিহেলথ ম্যানুফ্যাকচারারস লিমিটেডের ম্যানেজিং ডিরেক্টর জনাব মো. মোসাদ্দেক হোসেনসহ প্রমুখ।

হাফিজুর রহমান/বিএ

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।