বেরোবির স্থগিত পরীক্ষা শুরু ১২ আগস্ট

নিজস্ব প্রতিবেদক
নিজস্ব প্রতিবেদক নিজস্ব প্রতিবেদক রংপুর
প্রকাশিত: ০৭:৪৩ পিএম, ০৫ আগস্ট ২০২১
ফাইল ছবি

রংপুরের বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের (বেরোবি) স্নাতক ও স্নাতকোত্তর পর্যায়ে বিভিন্ন বিভাগে স্থগিত হওয়া পরীক্ষা আগামী ১২ আগস্ট থেকে ২২ আগস্ট অনলাইনে অনুষ্ঠিত হবে।

বৃহস্পতিবার (৫ আগস্ট) বিকেলে বিশ্ববিদ্যালয়ের জনসংযোগ, তথ্য ও প্রকাশনা দফতরের সহকারী রেজিস্ট্রার মোহাম্মদ আলী বিষয়টি নিশ্চিত করেন।

তিনি জানান, বৃহস্পতিবার অনলাইনে অনুষ্ঠিত বিশ্ববিদ্যালয়ের একাডেমিক কাউন্সিলের ৩২তম সভায় এ সিদ্ধান্ত নেয়া হয়। উপাচার্য অধ্যাপক ড. মো. হাসিবুর রশীদ এতে সভাপতিত্ব করেন।

বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য অধ্যাপক ড. সরিফা সালোয়ার ডিনা, বিভিন্ন অনুষদের ডিন, বিভাগীয় প্রধানসহ একাডেমিক কাউন্সিলের অন্যান্য সদস্যরা সভায় অংশ নেন।

পরীক্ষার সময়সূচি অবিলম্বে প্রকাশ করা হবে বলে জানানো হয়েছে।

জিতু কবীর/এসআর/এএসএম

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।