কুবির অনলাইন পরীক্ষার চূড়ান্ত সিদ্ধান্ত আগামী সপ্তাহে

বিশ্ববিদ্যালয় প্রতিবেদক
বিশ্ববিদ্যালয় প্রতিবেদক বিশ্ববিদ্যালয় প্রতিবেদক কুমিল্লা বিশ্ববিদ্যালয়
প্রকাশিত: ০৪:৫৯ পিএম, ০৪ আগস্ট ২০২১
ফাইল ছবি

কুমিল্লা বিশ্ববিদ্যালয়ে অনলাইন পরীক্ষার বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত জানানো হবে আগামী সপ্তাহে।

বুধবার (৪ আগস্ট) জাগো নিউজকে বিষয়টি জানান রেজিস্ট্রার অধ্যাপক ড. মোঃ আবু তাহের।

তিনি জানান, অনলাইন পরীক্ষার বিষয়ে গঠিত কমিটি সার্বিক বিষয়ের কর্মকৌশল প্রস্তত করেছেন। বৃহস্পতিবার (৫ আগস্ট) চূড়ান্ত মিটিং করে প্রতিবেদন জমা দেয়ার কথা রয়েছে। সে অনুযায়ী আগামী সপ্তাহে জরুরি একাডেমিক কাউন্সিল করে পরীক্ষার তারিখ ঘোষণা করা হবে। এক্ষেত্রে শিক্ষার্থীদের প্রস্তুতির জন্য সময় দেওয়া হবে।

এ বিষয়ে অনলাইন পরীক্ষা কমিটির আহ্বায়ক এবং বিশ্ববিদ্যালয়ের প্রকৌশল অনুষদের ডিন. তোফায়েল আহমেদ বলেন, যে সকল বিশ্ববিদ্যালয়ের পরীক্ষা চলছে তাদের নীতিমালাকে যাচাই-বাছাই করে খসড়া প্রণয়ন করা হয়েছে।

২৩ জুন বিশ্ববিদ্যালয়ের একাডেমিক কাউন্সিলের সভায় অনলাইন পরীক্ষা গ্রহণের জন্য প্রকৌশল অনুষদের ডিন মো. তোফায়েল আহমেদকে কমিটির আহ্বায়ক এবং আইসিটি সেলের সহকারী কম্পিউটার প্রোগ্রামার এ. এম. এম. সাইদুর রশীদকে সদস্য সচিব, সকল অনুষদের ডিনদের সদস্য, সিএসই এবং আইসিটি বিভাগের বিভাগীয় প্রধানদের সদস্য করে কমিটি গঠন করা হয়।

মো. শাহীন আলম/এমএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।