ন্যাশনাল গার্লস প্রোগ্রামিং প্রতিযোগিতায় চ্যাম্পিয়ন শাবি


প্রকাশিত: ০৭:৫৮ এএম, ১২ ডিসেম্বর ২০১৫

ন্যাশনাল গার্লস প্রোগ্রামিং প্রতিযোগিতায় শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের টিম ‘সাস্ট টুইংকেলস্’ চ্যাম্পিয়ন হয়েছে। বিজয়ী টিমের কোচ শাবির কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং বিভাগের প্রভাষক সাইফুল ইসলাম বিষয়টি জাগো নিউজকে নিশ্চিত করেন।

প্রতিযোগিতায় প্রথম রানার আপ হয় ‘চুয়েট স্পার্কলস’ এবং দ্বিতীয় রানার আপ হয় ‘ঢাবি টিম ওয়ান’। তিন টিমই ৬টি সমস্যার মধ্যে ৪টি করে সমাধান করে। তবে সময়ের দিক থেকে এগিয়ে থাকায় শাবির টিমকে বিজয়ী ঘোষণা করা হয়।

শনিবার সকালে ঢাকার ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটিতে এই প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। স্কুল-কলেজ এবং ইউনিভার্সিটি পর্যায়ে সারাদেশ থেকে ৬৪টি টিম এ প্রোগ্রামিং প্রতিযোগিতায় অংশগ্রহণ করে।
 
কম্পিউটার শিক্ষার প্রতি সচেতনতা বাড়াতে বাংলাদেশ ওপেন সোর্স নেটওয়ার্ক এবং বাংলাদেশ কম্পিউটার কাউন্সিল এ প্রতিযোগিতার আয়োজন করে।

আব্দুল্লাহ আল মনসুর/এসএস/এমএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।