রাবি সমাজবিজ্ঞান বিভাগের সুবর্ণজয়ন্তী ২৫-২৬ ফেব্রুয়ারি


প্রকাশিত: ০১:০৩ এএম, ১১ ডিসেম্বর ২০১৫

রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) সমাজবিজ্ঞান বিভাগের ৫০ বছর পূর্তি উপলক্ষে সুবর্ণজয়ন্তী ও রাবি সমাজবিজ্ঞান অ্যালামনাই অ্যাসোসিয়েশনের তৃতীয় দ্বি-বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত হতে যাচ্ছে আগামী ২৫ ও ২৬ ফেব্রুয়ারি। বৃহস্পতিবার দুপুরে বিশ্ববিদ্যালয়ের ডিনস কমপ্লেক্স ভবনের শিক্ষক লাউঞ্জে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এ তথ্য জানানো হয়।

সংবাদ সম্মেলনে বলা হয়, সমাজবিজ্ঞান বিভাগ ও অ্যালামনাই অ্যাসোসিয়েশনের যৌথ উদ্যোগে আগামী ২৫ ও ২৬ ফ্রেব্রুয়ারি দু`দিনব্যাপি এ অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর আ আ ম স আরেফিন সিদ্দিক।

১৯৬৪ সালে বিভাগ শুরু হওয়ার পর থেকে আগের সকল শিক্ষার্থীকে অংশগ্রহণ করার আমন্ত্রণ জানিয়ে সংবাদ সম্মেলনের লিখিত বক্তব্যে বিভাগের সভাপতি প্রফেসর ড. ওয়ারদাতুল আকমাম বলেন, বিভাগের প্রাক্তন শিক্ষার্থীদের এ অনুষ্ঠানে অংশগ্রহণের জন্যে রেজিস্ট্রেশন করার করতে হবে। রেজিস্ট্রেশনের শেষ তারিখ ২০ ডিসেম্বর।

তিনি বলেন, রেজিস্ট্রেশন ফরম রাজশাহী বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইটে (www.ru.ac.bd) পাওয়া যাবে। এ ওয়েবসাইটে ফরম পূরণের দিক নির্দেশনা ও নির্ধারিত ফি সম্পর্কে জানা যাবে। এছাড়া যেকোনো প্রয়োজনে ০১৮২৩৩৮৫৪৮২, ০১৭৭৫৩৫৯৭১৫ ও ০১৭১৬৬৯৯৭৫৯ নম্বরে যোগাযোগের জন্যে বলা হয়।

সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন বিভাগের সহযোগী অধ্যাপক সিদ্দিকুর রহমান, সহকারী অধ্যাপক মুন্সী ইসরাইল হোসেন উপস্থিত ছিলেন।

রাশেদ রিন্টু/বিএ

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।