ঈদে তিন হাজার শিক্ষার্থীকে বাড়ি পৌঁছে দিল জবি

বিশ্ববিদ্যালয় প্রতিবেদক
বিশ্ববিদ্যালয় প্রতিবেদক বিশ্ববিদ্যালয় প্রতিবেদক জগন্নাথ বিশ্ববিদ্যালয়
প্রকাশিত: ১১:৫৬ এএম, ১৯ জুলাই ২০২১

করোনা মহামারিতে লকডাউনসহ বিভিন্ন কারণে ঢাকায় আটকে পড়া জবির তিন হাজার শিক্ষার্থীকে রাজধানী থেকে নিজস্ব পরিবহন ও বিআরটিসির ভাড়া করা বাসে বিভিন্ন জেলায় পৌঁছে দিয়েছে জগন্নাথ বিশ্ববিদ্যালয় (জবি) প্রশাসন।

তিনদিন ধরে (১৬-১৮ জুলাই) দেশের সাত বিভাগের বিভিন্ন জেলায় শিক্ষার্থীদের পৌঁছে দিয়েছে এসব পরিবহন।

জানা যায়, ১৬ জুলাই প্রথম দিন নিজস্ব বাস ও বিআরটিসির বাসে সিলেট বিভাগে ২৯৩ জন, রাজশাহী বিভাগে ৫০২ জন এবং রংপুর ৭১২ জন; দ্বিতীয় দিন ১১টি বাসে করে বরিশাল বিভাগে ২৮৯ জন ও খুলনা বিভাগে ৮০৭ জন এবং তৃতীয় দিন চট্টগ্রাম বিভাগে ২২০ জন ও ময়মনসিংহ বিভাগে ১৮০ জন অর্থাৎ মোট তিন হাজার ৮ জন শিক্ষার্থীকে দেশের বিভিন্ন জেলা শহরে পৌঁছে দেয়া হয়েছে।

বাসে ওঠার আগে শিক্ষার্থীদের শরীরের তাপমাত্রা পরিমাপের পাশাপাশি সংশ্লিষ্ট তথ্য যাচাই-বাছাই করা হয়।

jagonews24

দীর্ঘদিন পর বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে জড়ো হয়ে প্রথমবারের মতো বিশ্ববিদ্যালয়ের বাসে বাড়ি ফিরতে পেরে উচ্ছ্বসিত শিক্ষার্থীরা। তারা বলেন, ‘প্রায় দেড় বছর পর সহপাঠীদের সঙ্গে দেখা হয়ে অনেক ভালো লেগেছে। এছাড়াও বিশ্ববিদ্যালয়ের বাসে করে এভাবে কখনো বাড়ি ফেরা হয়নি। মনে হচ্ছে বিশ্ববিদ্যালয় থেকে সবাই মিলে কোথাও পিকনিক করতে যাচ্ছি। আমার ক্যাম্পাসের বাস আমার জেলায় যাচ্ছে এই সত্যি যেমন আনন্দের তেমনি গর্বের বিষয়ও। পরিবারের সদস্যদের সঙ্গে ঈদ করব, বিষয়টি অত্যন্ত আনন্দদায়ক। বিশ্ববিদ্যালয় প্রশাসনকে অসংখ্য ধন্যবাদ, এমন উদ্যোগের জন্য।’

এ বিষয়ে বিশ্ববিদ্যালয়ের প্রক্টর মোস্তফা কামাল বলেন, ‘করোনা পরিস্থিতিতে আমাদের জন্য এই কাজটি একটু কঠিন ছিল। তবে শিক্ষার্থীদের বাড়ি পৌঁছে দিতে পেরেছি এটি অত্যন্ত আনন্দের বিষয়। আমরা শিক্ষার্থীদের শরীরের তাপমাত্রা পরীক্ষা করে প্রত্যেককে মাস্ক এবং হ্যান্ড স্যানিটাইজিং করে বাসে উঠিয়েছি। তারা বাড়ি যাওয়া পর্যন্ত খোঁজ-খবর রেখেছি।’

বিশ্ববিদ্যালয়ের পরিবহন প্রশাসক আব্দুল্লাহ আল মাসুদ বলেন, ‘শিক্ষার্থীদের কল্যাণে কাজ করাই আমাদের কর্তব্য। করোনা পরিস্থিতি বিবেচনায় তিন হাজার শিক্ষার্থীকে বাড়িতে পৌঁছে দিয়েছি। এতে নিয়মিত-অনিয়মিত সব শিক্ষার্থীকেই আমরা অগ্রাধিকার দিয়েছি।’

সার্বিক বিষয়ে বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড.ইমদাদুল হক বলেন, ‘শিক্ষার্থীদের বাড়ি পৌঁছে দিতে পেরেছি এটা আমাদের জন্য আনন্দের। আমরা চেয়েছি তারা বাড়িতে গিয়ে তাদের পরিবারের সঙ্গে ঈদ করতে পারে। এছাড়াও শিক্ষার্থীরা বাড়ি পৌঁছানো পর্যন্ত আমরা খোঁজ-খবর রাখছি। আমাদের এই কার্যক্রমে বিশ্ববিদ্যালয়ের প্রক্টরিয়াল বডি, পরিবহন প্রশাসন, ছাত্র উপদেষ্টা, ছাত্র কল্যাণ পরিচালকসহ সবাই নিরলসভাবে কাজ করেছেন। আমি তাদেরকে ধন্যবাদ জানাই। শিক্ষার্থীদের সব ধরনের সমস্যায় আমরা ভবিষ্যতেও পাশে থাকব।’

লকডাউনের কারণে শিক্ষার্থীদের আবেদন ও স্মারকলিপির পরিপ্রেক্ষিতে দেশের বিভিন্ন জেলায় শিক্ষার্থীদের পৌঁছে দিতে বাস দেয়ার উদ্যোগ নেয় জগন্নাথ বিশ্ববিদ্যালয় প্রশাসন।

রায়হান/এসএস/জিকেএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।