গবেষণায় চৌর্যবৃত্তি রোধে জাবিতে নতুন নীতিমালা

বিশ্ববিদ্যালয় প্রতিবেদক
বিশ্ববিদ্যালয় প্রতিবেদক বিশ্ববিদ্যালয় প্রতিবেদক জাবি
প্রকাশিত: ০৬:৫৭ পিএম, ০৬ জুলাই ২০২১
ফাইল ছবি

গবেষণা প্রবন্ধে প্ল্যাজারিজম (চৌর্যবৃত্তি) ঠেকাতে নীতিমালা অনুমোদন করেছে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের (জাবি) সিন্ডিকেট।

নতুন এই নীতিমালা অনুযায়ী, শিক্ষকদের প্রকাশনা, মাস্টার্সের থিসিস, এমফিল ও পিএইচডি অভিসন্দর্ভ এবং প্রজেক্ট রিপোর্ট প্ল্যাজারিজম চেকার সফটওয়্যার দিয়ে নিরীক্ষা করে সংশ্লিষ্ট বিভাগ এবং ইনস্টিটিউটে জমা দিতে হবে।

মঙ্গলবার (৬ জুলাই) সন্ধ্যায় বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য অধ্যাপক নূরুল আলম জাগো নিউজকে এতথ্য জানান।

বিশ্ববিদ্যালয়ের একাডেমিক কাউন্সিলে উপ-উপাচার্য (শিক্ষা) অধ্যাপক নূরুল আলমকে সভাপতি করে ‘প্ল্যাজারিজম রুলস অ্যান্ড রেগুলেশন’ কমিটি গঠন করা হয়। এ কমিটির সুপারিশের ভিত্তিতে সিন্ডিকেটের বিশেষ সভায় নীতিমালাটি অনুমোদিত হয়।

বিশ্ববিদ্যালয়ের ভারপ্রাপ্ত রেজিস্ট্রার রহিমা কানিজ স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, গত জুনে অনুষ্ঠিত বিশ্ববিদ্যালয়ের পৃথক দুই সিন্ডিকেটের সভায় নীতিমালা অনুমোদন ও শিক্ষকদের প্রকাশনা, মাস্টার্সের থিসিস, এমফিল ও পিএইচডি অভিসন্দর্ভ এবং প্রজেক্ট রিপোর্ট কেন্দ্রীয় গ্রন্থাগারের প্ল্যাজারিজম চেকার সফটওয়্যার দিয়ে নিরীক্ষা করে সংশ্লিষ্ট বিভাগ এবং ইনস্টিটিউটে জমা দেয়ার বিষয়ে সিদ্ধান্ত হয়।

চলতি বছরের ২ জুনের পর থেকে প্রকাশিত থিসিস, প্রকাশনা ও প্রজেক্ট রিপোর্ট প্ল্যাজারিজম যাচাই করে জমা দিতে হবে।

এর আগে বিশ্ববিদ্যালয়ের শিক্ষাপর্ষদে উপ-উপাচার্য (শিক্ষা) অধ্যাপক নূরুল আলমকে সভাপতি করে ‘প্ল্যাজারিজম রুলস অ্যান্ড রেগুলেশন’ কমিটি গঠন করা হয়। এ কমিটির সুপারিশের ভিত্তিতে সিন্ডিকেটের বিশেষ সভায় নীতিমালাটি অনুমোদিত হয়।

ফারুক হোসাইন/এসআর/এমকেএইচ

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।