আন্তঃবিশ্ববিদ্যালয় হ্যান্ডবলে শাবি চ্যাম্পিয়ন


প্রকাশিত: ০৮:১০ পিএম, ০৮ ডিসেম্বর ২০১৫

আন্তঃবিশ্ববিদ্যালয় হ্যান্ডবল প্রতিযোগিতায় (ছাত্র) চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করেছে শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়। অন্যদিকে মেয়েদের খেলায় যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়কে ১০-৮ ব্যবধানে হারিয়ে চ্যাম্পিয়ন হয় জাতীয় বিশ্ববিদ্যালয়।

মঙ্গলবার বিকেলে শাবিপ্রবির হ্যান্ডবল গ্রাউন্ডে ছেলেদের খেলায় জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়কে ১৯-৮ ব্যবধানে হারিয়ে এ প্রতিযোগিতায় চ্যাম্পিয়ন হয় শাবি।

ছাত্রদের খেলায় তৃতীয় ও চতুর্থ স্থান অর্জন করে জাতীয় বিশ্ববিদ্যালয় এবং রাজশাহী বিশ্ববিদ্যালয়। মেয়েদের খেলায় তৃতীয় ও চতুর্থ স্থান অর্জন করে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় এবং চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়।

ঢাবি, জাবি, রাবি, চবিসহ মোট এগারটি বিশ্ববিদ্যালয়ের অংশগ্রহণে এবারের আন্তঃবিশ্ববিদ্যালয় হ্যান্ডবল প্রতিযোগিতার আয়োজক ছিলো শাবি। প্রতিযোগিতা শেষে পুরস্কার তুলে দেন শাবি উপাচার্য অধ্যাপক আমিনুল হক ভুইয়া।

এসময় উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের ছাত্র উপদেশ ও নির্দেশনা পরিচালক ও খেলাধুলা কমিটির সভাপতি অধ্যাপক ড. রাশেদ তালুকদার, প্রক্টর অধ্যাপক ড. কামরুজ্জামান চৌধুরী, শারিরীক শিক্ষা দফতরের প্রধান চৌধুরী সউদ বিন আম্বিয়া প্রমুখ।

বিএ

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।