ডুয়েটে ছাত্রলীগের দুই গ্রুপের সংঘর্ষ : হল ত্যাগের নির্দেশ


প্রকাশিত: ১২:৩৭ পিএম, ০৭ ডিসেম্বর ২০১৫

গাজীপুরে ঢাকা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (ডুয়েট) ছাত্রলীগের দুই পক্ষের সংঘর্ষের ঘটনা ঘটেছে। সংঘর্ষে দুই শিক্ষার্থী গুরুতর আহত হয়েছেন। সোমবার বিকেল ৫টার দিকে বিশ্ববিদ্যালয়ের শাখা ছাত্রলীগের সভাপতি নাসির ও সাধারণ সম্পাদক রাতুলের গ্রুপের মধ্যে এ সংঘর্ষের ঘটনা ঘটে।

এ ঘটনার পর সন্ধ্যা ৬টার মধ্যে ছাত্রদের এবং মঙ্গলবার সকাল ৮টার মধ্যে ছাত্রীদের হল ত্যাগের নিদের্শ দিয়েছে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ।

জয়দেবপুর থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) খন্দকার রেজাউল হাসান রেজা বিষয়টি নিশ্চিত করে জানান, কুদরতে ক্ষুদা হলে এক শিক্ষার্থীকে ওঠা নিয়ে এ সংঘর্ষের ঘটনা ঘটে। যেকোনো অপ্র্রীতিকর ঘটনা এড়াতে ক্যাম্পাসে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে।

আমিনুল ইসলাম/এআরএ/পিআর

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।