সপ্তাহে দুদিন চলবে ইবির অফিস

বিশ্ববিদ্যালয় প্রতিবেদক
বিশ্ববিদ্যালয় প্রতিবেদক বিশ্ববিদ্যালয় প্রতিবেদক ইসলামী বিশ্ববিদ্যালয়, কুষ্টিয়া
প্রকাশিত: ০৯:১৮ পিএম, ২০ জুন ২০২১
ফাইল ছবি

কুষ্টিয়া শহর লকডাউনের কারণে সপ্তাহে দুদিন অফিসসমূহ চালু রাখার সিদ্ধান্ত নিয়েছে ইসলামী বিশ্ববিদ্যালয় (ইবি) প্রশাসন।

রোববার (২০ জুন) বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার (ভারপ্রাপ্ত) মু. আতাউর রহমান স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

বিজ্ঞপ্তিতে বলা হয়, পরবর্তী নির্দেশনা না দেয়া পর্যন্ত সপ্তাহের রবি ও বুধবার বিশ্ববিদ্যালয়ের অফিসসমূহ সীমিত সংখ্যক লোকবল নিয়ে স্বাস্থ্যবিধি মেনে পরিচালিত হবে। এদিনগুলো পূর্বের সময়সূচী অনুসারে বিশ্ববিদ্যালয়ের পরিবহন চলাচল করবে। তবে জরুরি সেবাসমূহ তথা চিকিৎসা, পানি, বিদ্যুৎ, আইসিটি সেল, নিরাপত্তা ও এস্টেট অফিস স্বাস্থ্যবিধি মেনে যথারীতি চালু থাকবে।

বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, কোনো বিভাগের জরুরি কোনো কাজের প্রয়োজন হলে তারা স্বাস্থ্যবিধি মেনে কার্যক্রম পরিচালনা করতে পারবে। এছাড়া বন্ধের সময় ক্যাম্পাসে প্রবেশাধিকার সীমিত থাকবে।

রায়হান মাহবুব/আরএইচ/জেআইএম

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।