অধ্যাপকের বাসায় চুরি


প্রকাশিত: ০২:২১ পিএম, ০৫ ডিসেম্বর ২০১৫
প্রতীকী ছবি

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের (জাবি) সরকার ও রাজনীতি বিভাগের অধ্যাপক আবদুল লতিফ মাসুমের বাসায় চুরির ঘটনা ঘটেছে। শুক্রবার রাতে বিশ্ববিদ্যালয়ে তার তিন তলার আবাসিক বাসার পেছনের দরজা ভেঙ্গে এ চুরির ঘটনা ঘটে।

আবদুল লতিফ মাসুম জানান, সকাল বেলা ঘুম থেকে উঠে দেখি পেছনের দরজা ভাঙ্গা ও তালা খোলা। আমরা বাসায় রাতে ১টার পরে ঘুমিয়ে ছিলাম। আনুমানিক রাত দুইটার পরে  দুর্বৃত্তরা এ ঘটনা ঘটিয়েছে।

তিনি আরো জানান, বাসা থেকে একটি টেলিভিশন ও কম্পিউটার চুরি হয়েছে। যার মধ্যে আমার গবেষণা বিষয়ক গুরুত্বপূর্ন তথ্য রয়েছে।

চুরির প্রসঙ্গে বিশ্ববিদ্যালয়ের নিরাপত্তা অফিসার জেফরুল হাসান চৌধুরী বলেন, এ ঘটনায় বিশ্ববিদ্যালয় থেকে একটি জিডি করা হয়েছে। মালামাল খোয়া যাওয়ার বিষয়ে বিভিন্ন জায়গায় খোঁজ নেওয়া হচ্ছে।

হাফিজুর রহমান/এএইচ/আরআইপি

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।