গভীর রাতে রাবির হলে গুলি-ককটেল বিস্ফোরণ
রাজশাহী বিশ্ববিদ্যালয়ে (রাবি) ছাত্রদের এক আবাসিক হলে গভীর রাতে গুলি ও ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটেছে। তবে এতে কেউ হতাহত হয়নি। শুক্রবার রাত সোয়া ১২টার দিকে মাদার বখশ্ হলে ১০ মিনিটের ব্যবধানে একটি গুলি ও চারটি ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটে।
এ ঘটনায় মাদারবখশ হলসহ আশপাশের হলের আবাসিক শিক্ষার্থীদের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে। কে বা কারা এ ঘটনা ঘটিয়েছে তা জানা যায়নি।
হলের কয়েকজন আবাসিক শিক্ষার্থী জানান, হলের তৃতীয় ব্লকের ছাদ, দ্বিতীয় ও তৃতীয় তলা থেকে এসব বিস্ফোরণ এবং গুলির শব্দ পাওয়া গেছে বলে জানান শিক্ষার্থীরা। এ ঘটনায় হলে আতঙ্ক ছড়িয়ে পড়ে। শিক্ষার্থীরা কেউ নিজ কক্ষ থেকে বাইরে বের হননি বলে জানান।
এ বিষয়ে মাদার বখশ হল হল শাখা ছাত্রলীগের সভাপতি রবিউল ইসলাম বনি জাগো নিউজকে বলেন, এ বিষয়ে আমি কিছুই জানি না। যদি হলে এমন কোনো দুষ্কৃতিকারী থাকে ধরতে পারি, তবে তাদের বের করে দেওয়ার কথা বলবো হল কর্তৃপক্ষকে।
হলের নবনির্বাচিত সাধারণ সম্পাদক মাসুদ রানা জাগো নিউজকে বলেন, আমি ও হলের কয়েকজন ছাত্রলীগ নেতাকর্মী হলের তৃতীয় ব্লকের বিভিন্ন কক্ষে তল্লাশি চালিয়েছি। তবে সাধারণ শিক্ষার্থীরা আমাদের কেউ কিছু বলতে পারেনি। যদি জানতে পারি আমরা তাকে বা তাদের হল থেকে বের করে দেওয়ার জন্য সুপারিশ করবো।
হল প্রাধ্যক্ষ প্রফেসর তাজুল ইসলাম জাগো নিউজকে বলেন, আমি প্রক্টরের সঙ্গে কথা বলেছি। তিনি বিষয়টা খতিয়ে দেখবেন বলে জানিয়েছেন।
তবে এ বিষয়ে ফোনে বিশ্ববিদ্যালয়ের প্রক্টর অধ্যাপক তারিকুল হাসানে সঙ্গে যোগাযোগ করা হলে তিনি ফোন রিসিভ করেননি।
রাশেদ রিন্টু/এমজেড/আরআইপি