ক্যাম্পাস খোলার দাবিতে ৭ কলেজের শিক্ষার্থীদের নতুন কর্মসূচি

বিশেষ সংবাদদাতা
বিশেষ সংবাদদাতা বিশেষ সংবাদদাতা
প্রকাশিত: ১২:৫২ পিএম, ০৩ জুন ২০২১

শিক্ষাপ্রতিষ্ঠান খুলে দেয়ার দাবিতে নতুন কর্মসূচি ঘোষণা দিয়েছে সরকারি সাত কলেজের শিক্ষার্থীরা। তারা আগামী ৬ জুন ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্যের কাছে এ দাবিতে স্মারকলিপি দেবে বলে ঘোষণা দিয়েছে।

বৃহস্পতিবার (৩ জুন) নীলক্ষেত মোড়ে পূর্বঘোষিত কর্মসূচি পালনকালে তারা এ ঘোষণা দেন। পরে তারা বিক্ষোভ মিছিল বের করেন।

এর আগে মঙ্গলবার (১ জুন) বেলা সাড়ে ১১টায় নীলক্ষেত মোড়ে হল-ক্যাম্পাস খুলে দেয়ার দাবিতে অবস্থান কর্মসূচি পালন করছিলেন ঢাকা বিশ্ববিদ্যালয় অধিভুক্ত রাজধানীর সাত সরকারি কলেজের শিক্ষার্থীরা। এর আগে গত রোববার (৩০ মে) একই দাবি নিয়ে নীলক্ষেত মোড়ে মানববন্ধন করেছিলেন তারা। শিক্ষাপ্রতিষ্ঠান খোলার দাবিতে সেদিন নীলক্ষেত মোড় অবরোধের ঘোষণা থাকলেও আবহাওয়ার কারণে তা প্রত্যাহার করা হয়েছিল।

এমইউ/এআরএ/এএসএম

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।