জাবিতে অনলাইনেই চূড়ান্ত পরীক্ষা, নম্বর ৫০

বিশ্ববিদ্যালয় প্রতিবেদক
বিশ্ববিদ্যালয় প্রতিবেদক বিশ্ববিদ্যালয় প্রতিবেদক জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়
প্রকাশিত: ০৬:৫৮ পিএম, ০২ জুন ২০২১

অনলাইনে চূড়ান্ত পরীক্ষা নিতে পরীক্ষা পদ্ধতি চূড়ান্ত করেছে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় (জাবি)। বুধবার (২ জুন) বিশ্ববিদ্যালয়ের সিন্ডিকেট সভায় অনলাইন পরীক্ষা পদ্ধতির অনুমোদন দেয়া হয়।

এর আগে বিশ্ববিদ্যালয়ের একাডেমিক কাউন্সিল পরীক্ষা পদ্ধতি নির্ধারণ করে সিন্ডিকেট সভার অনুমোদনের জন্য সুপারিশ করে।

বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য (শিক্ষা) অধ্যাপক নূরুল আলম বলেন, ‘বিশ্ববিদ্যালয়ের একাডেমিক কাউন্সিলের সুপারিশ করা অনলাইন পরীক্ষা পদ্ধতিটি সিন্ডিকেট সভায় অনুমোদন পেয়েছে। সে পদ্ধতিতেই বিশ্ববিদ্যালয়ে অনলাইনে পরীক্ষা শুরু করা হবে।’

তিনি জানান, অনলাইনে চূড়ান্ত পরীক্ষার অংশ হিসেবে প্রতিটি কোর্সে ১০ নম্বরের অ্যাসাইনমেন্ট, সময় বেঁধে দিয়ে ১০ নম্বরের লিখিত পরীক্ষা এবং ৩০ নম্বরের মৌখিক পরীক্ষা নেয়া হবে। ৫০ নম্বরের ওই পরীক্ষায় প্রাপ্ত নম্বর সংশ্লিষ্ট কোর্সের পূর্ণমানে রূপান্তরিত হবে। পাশাপাশি পরীক্ষায় ক্লাসে উপস্থিতি নম্বর ও অনুশীলনী পরীক্ষার নম্বর যোগ হবে।

অধ্যাপক নূরুল আলম আরও বলেন, ‘বিভাগগুলো অগ্রাধিকারভিত্তিতে পিছিয়ে পড়া ব্যাচের পরীক্ষা নিতে পারবে। একই সঙ্গে, একাধিক ব্যাচেরও পরীক্ষা নেয়া যাবে। শিক্ষার্থীদের কিছুদিন সময় দিয়েই পরীক্ষা শুরু করবে বিভাগগুলো।’

ফারুক হোসাইন/এসআর/এএসএম

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।