কুবিতে ছাত্রলীগের দু’গ্রুপের সংঘর্ষে আহত ৬


প্রকাশিত: ০৫:০৭ এএম, ০৪ ডিসেম্বর ২০১৫

কুমিল্লা বিশ্ববিদ্যালয়ে ছাত্রলীগের ইলিয়াস-অলি গ্রুপের নেতাকর্মীদের মধ্যে সংঘর্ষ ও ধাওয়া-পাল্টা ধাওয়ার ঘটনা ঘটেছে। শুক্রবার সকাল পৌনে ১০টার দিকে বিশ্ববিদ্যালয়ের অদূরে কোটবাড়ি গভ. ল্যাবরেটরি স্কুলের সামনে এ ঘটনা ঘটে। এতে উভয় গ্রুপের অন্তত ৬ জন আহত হয়েছেন।

প্রত্যক্ষদর্শীরা জানান, কুবিতে ভর্তিচ্ছুদের স্বাগত জানাতে সকাল থেকে কোটবাড়ি এলাকার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের সামনে ছাত্রলীগের ইলিয়াস ও অলি গ্রুপের নেতাকর্মীরা অবস্থান নেন। এক পর্যায়ে সেখানে আধিপত্য বিস্তার নিয়ে উভয় গ্রুপে ধাওয়া-পাল্টা ধাওয়া ও সংঘর্ষের ঘটনা ঘটে। এতে উভয় গ্রুপের অন্তত ৬ জন আহত হয়েছেন। এর মধ্যে মাজেদ নামের এক ছাত্রলীগ কর্মী মারাত্মক আহত হয়েছে। তাকে কুমেক হাসপাতালে নেয়া হয়েছে। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।  

এ বিষয়ে ঘটনাস্থল কোটবাড়ি থেকে মুঠোফোনে কুবির ডেপুটি রেজিস্ট্রার দলিলুর রহমান বলেন, ভর্তি পরীক্ষার কেন্দ্রের বাইরে কিছু সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে পরীক্ষার্থীদের কোনো সমস্যা হয়নি। যথা সময়েই পরীক্ষা অনুষ্ঠিত হয়েছে।

কামাল উদ্দিন/এসএস/আরআইপি

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।