বেরোবিতে পরীক্ষার দিন পর্যন্ত প্রবেশপত্র সরবরাহ


প্রকাশিত: ০৫:২৪ এএম, ০৩ ডিসেম্বর ২০১৫

পরীক্ষার দিন পর্যন্ত  প্রবেশপত্র সংগ্রহ করতে পারবেন বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের (বেরোবি) ২০১৫-১৬ শিক্ষাবষের্র স্নাতক প্রথম বর্ষের ভর্তিচ্ছু আবেদনকারীরা। বিশ্ববিদ্যালয়টির জনসংযোগ কর্মকর্তা মোহাম্মদ আলী জাগো নিউজকে বিষয়টি নিশ্চিত করেন।

প্রবেশপত্র সংগ্রহ করা যাবে টেলিটকের ওয়েবসাইট www.brur.teletalk.com.bd থেকে। সংগৃহীত প্রবেশপত্রের নির্ধারিত স্থানে স্বাক্ষর এবং পাসপোর্ট আকারের ছবি আঠা দিয়ে লাগিয়ে সঙ্গে আনতে হবে। ভর্তি পরীক্ষা সংক্রান্ত সকল তথ্য বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইট www.brur.ac.bd অথবা www.admission.brur.ac.bd পাওয়া যাবে।

উল্লেখ্য, আগামী ৬, ৭, ৮ ও ১০ ডিসেম্বর বিশ্ববিদ্যালয়ের ছয়টি অনুষদভুক্ত ২১টি বিভাগে এক হাজার ৩শ` ৮টি আসনের বিপরীতে আবেদন করেছেন ৫৪ হাজার ২৯২ জন ভর্তিচ্ছু। অর্থাৎ প্রতি আসনের বিপরীতে লড়বে ৪২ জন ভর্তিচ্ছু শিক্ষার্থী।

এমজেড/এমএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।