ভুয়া পিএইচডি সনদ, নর্থ সাউথের সহ–উপাচার্য বরখাস্ত


প্রকাশিত: ০৯:৪৪ এএম, ১২ নভেম্বর ২০১৪

পিএইচডি সনদ মিথ্যা প্রমাণিত হওয়ায় নর্থ সাউথ বিশ্ববিদ্যালয়ের (এনএসইউ) সহ–উপাচার্য এ এন এম মেসকাত উদ্দিনকে বরখাস্ত করা হয়েছে। মঙ্গলবার রাতে বিশ্ববিদ্যালয়ের উপপরিচালক (জনসংযোগ) বেলাল আহমেদের সই করা এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, বিশ্ববিদ্যালয়ে যোগদানকালীন প্রদত্ত জীবনবৃত্তান্তে পিএইচডি ডিগ্রিধারী উল্লেখ করলেও প্রকৃতপক্ষে মেসকাত উদ্দিনের পিএইচডি সনদ মিথ্যা প্রমাণিত হওয়ায় তাঁকে বিশ্ববিদ্যালয়ের সহ–উপাচার্যের পদ থেকে বরখাস্ত করা হয়। এ বিষয়ে কথা বলার জন্য মেসকাত উদ্দিনের মোবাইলে ফোন করলে তিনি ধরেননি। খুদে বার্তা (এসএমএস)পাঠালেও উত্তর মেলেনি।

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।