জাবিতে বীরশ্রেষ্ঠদের স্মরণে ক্রিকেট টুর্নামেন্ট


প্রকাশিত: ০৮:১৫ পিএম, ৩০ নভেম্বর ২০১৫

‘লড়বো মোরা, গড়বো মোরা, লড়াই হবে অনিঃশেষ, দুহাত ভরে গড়বো মোরা বঙ্গবন্ধুর বাংলাদেশ’ স্লোগানকে ধারণ করে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের আল-বেরুনী হলে (সম্প্র. ভবন) শুরু হয়েছে ‘বীরশ্রেষ্ঠ কাপ ক্রিকেট টুর্নামেন্ট-২০১৫’। বিজয়ের মাসকে সামনে রেখে হলের ৪০তম আবর্তনের শিক্ষার্থীরা ১৫তম এই আসরের আয়োজন করেছে।

এ বছর টুর্নামেন্টে হলের ৮টি দল প্রতিদ্বন্দ্বিতা করছে। দলগুলো হলো বীরশ্রেষ্ঠ নূর মোহাম্মদ শেখ (৮০০ ব্লক), বীরশ্রেষ্ঠ মহিউদ্দিন জাহাঙ্গীর (৯০০ ব্লক), বীরশ্রেষ্ঠ ইঞ্জিনরুম আর্টিফিশার রুহুল আমিন (১০০০ ব্লক), বীরশ্রেষ্ঠ ল্যান্স নায়েক মুন্সী আব্দুর রউফ (১১০০ ব্লক), বীরশ্রেষ্ঠ সিপাহী মোস্তফা কামাল (১২০০ ব্লক), বীরশ্রেষ্ঠ ফ্লাইট লেফটেন্যান্ট মতিউর রহমান (১৩০০ ব্লক), সিনিয়র-১ (২৭-৩২তম আবর্তন) ও সিনিয়র-২ (৩৩-৩৭তম আবর্তন)।

সাতজন বীরশ্রেষ্ঠের প্রতি সম্মান জানিয়ে সাতজন করে খেলোয়াড় নিয়ে প্রতিটি দল গঠিত হয়েছে। সোমবার টুর্নামেন্টের উদ্বোধনী খেলায় বীরশ্রেষ্ঠ নূর মোহাম্মদ শেখ দলকে ৬ উইকেটে হারিয়েছে বীরশ্রেষ্ঠ মহিউদ্দিন জাহাঙ্গীর দল।

এর আগে, দুপুর ২টায় বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রলীগের সাধারণ সম্পাদক রাজিব আহমেদ রাসেল কেক কেটে টুর্নামেন্টের উদ্বোধন করেন। এসময় শাখা ছাত্রলীগের যুগ্ম সাধারণ সম্পাদক রাশেদুল হাসান রাসেল, সাংগঠনিক সম্পাদক মুরশিদুর রহমান আকন্দসহ অন্যান্য নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

টুর্নামেন্টের সার্বিক তত্ত্বাবধায়নে আছেন আল-বেরুনী হল (সম্প্র. ভবন) শাখা ছাত্রলীগের সভাপতি সুমন সরকার।

হাফিজুর রহমান/বিএ

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।