রাবিতে শিক্ষা মন্ত্রণালয়ের তদন্ত দল

বিশ্ববিদ্যালয় প্রতিবেদক
বিশ্ববিদ্যালয় প্রতিবেদক বিশ্ববিদ্যালয় প্রতিবেদক রাজশাহী বিশ্ববিদ্যালয়
প্রকাশিত: ০১:০৮ পিএম, ০৮ মে ২০২১

উপাচার্যের শেষ কার্যদিবসে দেয়া ১৩৭ জন অস্থায়ী নিয়োগের ঘটনা তদন্তে রাজশাহী বিশ্ববিদ্যালয়ে এসেছেন শিক্ষা মন্ত্রণালয়ের গঠিত তদন্ত কমিটির সদস্যরা।

জানা যায়, শনিবার (৮ মে) বেলা পৌনে ১১টায় বিশ্ববিদ্যালয়ে আসেন তদন্ত কমিটির সদস্যরা। তদন্ত কমিটির নেতৃত্ব দিচ্ছেন কমিটির আহ্বায়ক ও ইউজিসি সদস্য প্রফেসর ড. মুহাম্মদ আলমগীর। তার সঙ্গে রয়েছেন কমিটির সদস্য ও ইউজিসি সদস্য প্রফেসর ড. মো. আবু তাহের, শিক্ষা মন্ত্রণালয়ের যুগ্ম সচিব ড. মো. জাকির হোসেন আখন্দ ও ইউজিসির পরিচালক মোহাম্মদ জামিনুর রহমান।

বিশ্ববিদ্যালয় সূত্রে জানা যায়, বিশ্ববিদ্যালয়ে পৌঁছানোর পর রুটিন দায়িত্বে থাকা উপাচার্য অধ্যাপক আনন্দ কুমার সাহার কার্যালয়ে যান। সেখানে উপাচার্য ও রেজিস্ট্রার অধ্যাপক আব্দুস সালামের সঙ্গে কথা বলেন তারা।

এরপর নিয়োগের সঙ্গে জড়িত কয়েকজন রেজিস্ট্রার ও কর্মকর্তার সঙ্গে কথা বলেন তারা। এ প্রতিবেদন লেখার সময়ে তারা উপাচার্য কার্যালয়ে অবস্থান করছিলেন।

প্রসঙ্গত, নিয়োগে শিক্ষা মন্ত্রণালয়ের নিষেধাজ্ঞা অমান্য করে গত বৃহস্পতিবার (৬ মে) উপাচার্য অধ্যাপক এম আব্দুস সোবহান ১৩৭ জনকে নিয়োগ দেন। ওইদিনই শিক্ষা মন্ত্রণালয় এ নিয়োগকে অবৈধ উল্লেখ করে তদন্ত কমিটি গঠন করা হয়।

সালমান শাকিল/এসএমএম/এমএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।