রাবিতে শিবির সন্দেহে ভর্তিচ্ছুকে পুলিশে দিল ছাত্রলীগ


প্রকাশিত: ০২:৪৬ পিএম, ৩০ নভেম্বর ২০১৫

রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) কলা অনুষদভুক্ত ‘এ’ ইউনিটের মৌখিক পরীক্ষায় অংশগ্রহণ করতে আসা আব্দুল কাদের নামের এক ভর্তিচ্ছুকে শিবির সন্দেহে পুলিশে দিয়েছেন ছাত্রলীগের নেতাকর্মীরা। তবে শিবিরের সঙ্গে সংশ্লিষ্টতা না থাকায় পরে তাকে ছেড়ে দেওয়া হয় বলে জানিয়েছেন মতিহার থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হুমায়ুন কবির।

তিনি জাগো নিউজকে বলেন, আব্দুল কাদের নামের ওই শিক্ষার্থীকে আটক করা হয়েছিলো। কিন্তু জিজ্ঞাসাবাদ শেষে তাকে সন্ধ্যা সাতটার দিকে ছেড়ে দেওয়া হয়।

আটক ভর্তিচ্ছু আব্দুল কাদের ‘এ’ ইউনিটের জোড় রোল নম্বরধারীদের মধ্যে মেধা তালিকায় ১২২২তম। তার বাসা খুলনার কয়রা থানার ভাণ্ডারপুলে। সোমবার বিশ্ববিদ্যালয়ে শহীদুল্লাহ কলা ভবনের সামন থেকে ওই ভর্তিচ্ছুকে মতিহার থানা পুলিশের হাতে সোপর্দ করে ছাত্রলীগ।

প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, ভর্তিচ্ছু শিক্ষার্থী আব্দুল কাদের মৌখিক পরীক্ষা শেষ করে শহীদুল্লাহ কলা ভবনের সামনে একটি চায়ের দোকানে বসেছিলেন। এসময় বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রলীগের সহ-সভাপতি (বহিষ্কৃত) মেহেদী হাসান, শেরে বাংলা হল কমিটির সাধারণ সম্পাদক প্রার্থী অনিক মাহমুদ বনিসহ ছাত্রলীগের কয়েকজন নেতাকর্মী সন্দেহভাজন মনে হওয়ায় তাকে জিজ্ঞাসাবাদ শুরু করেন। মুখে দাড়ি ও টাকনুর উপরে প্যান্ট থাকায় এবং মোবাইলে শিবির সংশ্লিষ্টতার অভিযোগে এনে পুলিশের হাতে তুলে দেন তারা।

রাশেদ রিন্টু/এমজেড/আরআইপি

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।