জাতীয় বিশ্ববিদ্যালয়ে শিক্ষার্থীদের বিক্ষোভ


প্রকাশিত: ১২:২৪ পিএম, ৩০ নভেম্বর ২০১৫

জাতীয় বিশ্ববিদ্যালয়ের ২০১৩ সালের অনার্স পার্ট-৪ পরীক্ষায় ফল সংশোধন করা ও আইসিটি ত্রুটির প্রতিবাদে শতাধিক শিক্ষার্থীরা বিক্ষোভ করেছেন। সোমবার দুপুরে দেশের বিভিন্ন কলেজের শতাধিক শিক্ষার্থী জাতীয় বিশ্ববিদ্যালয়ের মূল ফটকের সামনে ফল সংশোধন করা ও আইসিটি ত্রুটির প্রতিবাদে বিক্ষোভ শুরু করেন।

পরে পুলিশ ও বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ শিক্ষার্থীদের আশ্বাস দিলে তারা বিক্ষোভ তুলে নেন। মিরপুর কলেজের শিক্ষার্থী অনিল শাহ জাগো নিউজকে জানান, সকল বিষয়ে ফল ভালো হয়েছে। শুধু একটি বিষয় খারাপ হয়েছে। আইসিটি ত্রুটির কারণে অথবা খাতা দেখতে ত্রুটি হওয়ায় এমন হয়েছে। পূুনরায় পরীক্ষার খাতা দেখলে নিশ্চয় পাশ করবো।

জাতীয় বিশ্ববিদ্যালয় জনসংযোগ, তথ্য ও পরামর্শ দফতর পরিচালক (ভারপ্রাপ্ত) মো. ফয়জুল করিম জাগো নিউজকে জানান, গত বৃহস্পতিবার এ পরীক্ষার ফল প্রকাশ করা হয়। কিছু শিক্ষার্থী বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে এসে বিক্ষোভ করে।

জয়দেবপুর থানার ভোগড়া পুলিশ ক্যাম্পের ইনচার্জ মো. জাকির হোসেন জাগো নিউজকে জানান, খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি শান্ত করা হয়েছে। তবে কোনো ভাঙচুরের ঘটনা ঘটেনি।

উল্লেখ্য, গত ২৬ নভেম্বর এ পরীক্ষার ফল প্রকাশ করা হয়। ২৮টি অনার্স বিষয়ে ২৪৫ টি কলেজের ১৪৬ টি কেন্দ্রে মোট এক লাখ ৪ হাজার ৪৫১ জন পরীক্ষার্থী এ পরীক্ষায় অংশগ্রহণ করেন। এ পরীক্ষায় পাসের হার ৭৬ দশমিক ১২ ভাগ।
                
মো. আমিনুল ইসলাম/এমজেড/আরআইপি

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।