হাবিপ্রবিতে ডিজিটাল ডিভাইসসহ দুই পরীক্ষার্থী আটক


প্রকাশিত: ০৬:৫১ এএম, ৩০ নভেম্বর ২০১৫

হাজী মোহাম্মদ দানেশ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (হাবিপ্রবি) ২০১৬ শিক্ষাবর্ষে ১ম বর্ষের ভর্তি পরীক্ষা চলাকালে ডিজিটাল ডিভাইসসহ দুই পরীক্ষার্থীকে আটক করা হয়েছে। সোমবার সকাল ১০টার দিকে `এ` ইউনিটের পরীক্ষা চলাকালে তাদের আটক করা হয়।

আটক পরীক্ষার্থীরা হলো, বগুড়ার গবতলী উপজেলার জারিন তাসনিন ও গাইবান্ধার গোবিন্দগঞ্জ এলাকার শিমুল সরকার।

বিশ্ববিদ্যালয়ের জনসংযোগ ও প্রকাশনা শাখার সহকারী পরিচালক মোমিনুল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, সকাল ৯.৩০টা `এ` ইউনিটের ১০০০০১ থেকে ১০৬২০০ পর্যন্ত রোল নং ধারীদের পরীক্ষা শুরু হয়। সকাল ১০টার দিকে জারিন তাসনিনকে একাডেমিক ভবন-১ থেকে এবং শিমুল সরকারকে ড. ওয়াজেদ ভবনের ৫ম তলা থেকে ডিজিটাল ডিভাইসসহ আটক করা হয়।

তাদের বিরুদ্ধে ভ্রাম্যমাণ আদালত পরিচালনার জন্য প্রস্তুতি চলছে।

এমদাদুল হক মিলন/এআরএ/এমএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।