রাবিতে পাওয়া গেল পরিত্যক্ত মর্টার শেল

বিশ্ববিদ্যালয় প্রতিবেদক
বিশ্ববিদ্যালয় প্রতিবেদক বিশ্ববিদ্যালয় প্রতিবেদক রাজশাহী বিশ্ববিদ্যালয়
প্রকাশিত: ০২:৪৭ পিএম, ২৭ এপ্রিল ২০২১

রাজশাহী বিশ্ববিদ্যালয়ের শহীদ শামসুজ্জোহা হলের পার্শ্ববর্তী একটি পুকুরে পরিত্যক্ত মর্টার শেল পাওয়া গেছে।

মঙ্গলবার বেলা ১১টার দিকে পুকুরে মাছের খাবার দেওয়ার সময় এটি লক্ষ্য করেন মেহেরচণ্ডী এলাকার মাছচাষি শরীফ। পরে তিনি পুলিশকে বিষয়টি জানান।

বিষয়টি নিশ্চিত করেছেন মতিহার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা এসএম সিদ্দিকুর রহমান।

তিনি বলেন, নগরীর মতিহার থানা পুলিশকে জানালে পুলিশ এসে লঞ্চারটি দেখে একটি জব্দ তালিকা তৈরি করে এবং তাদের হেফাজতে নিয়ে ঘিরে রাখে। বর্তমানে বদ্ধভূমি এলাকার পুলিশ বক্সের পাশে ঘিরে রাখা হয়েছে এটি।

jagonews24

তিনি বলেন, র‌্যারের একটি দল এসেছিল। তাদের সক্ষমতা না থাকায় ফিরে গেছে। এখন সেনাবাহিনীর বোমা ডিসপোজাল টিম এসে সেটি দেখবে।

পুলিশের ধারণা, এটি ১৯৭১ এর মুক্তিযুদ্ধের সময় ব্যবহৃত মর্টার শেল।

এ বিষয়ে জানতে চাইলে বিশ্ববিদ্যালয়ের প্রক্টর অধ্যাপক ড. লুৎফর রহমান বলেন, মর্টার শেলটি এখনও সক্রিয় কিনা সেটি পরীক্ষা নিরীক্ষা করতে প্রশাসনের বোমা ডিস্পোজাল ইউনিট আসবে। পরে প্রয়োজনীয় ব্যবস্থা নেয়া হবে।

সালমান শাকিল/এফএ/এএসএম

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।