শাবিপ্রবিতে বুধবার থেকে ২০ দিনের ছুটি শুরু

বিশ্ববিদ্যালয় প্রতিবেদক
বিশ্ববিদ্যালয় প্রতিবেদক বিশ্ববিদ্যালয় প্রতিবেদক শাবিপ্রবি
প্রকাশিত: ০৩:০৮ পিএম, ২৬ এপ্রিল ২০২১

গ্রীষ্মকালীন অবকাশ, মহান মে দিবস, পবিত্র শবে কদর ও ঈদুল ফিতর উপলক্ষে শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (শাবিপ্রবি) বুধবার (২৮ এপ্রিল) থেকে ২০ দিনের ছুটি শুরু হচ্ছে।

সোমবার (২৬ এপ্রিল) বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার মুহাম্মদ ইশফাকুল হোসেন স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এতথ্য জানানো হয়।

বিজ্ঞাপন

বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়, গ্রীষ্মকালীন অবকাশ, মহান মে দিবস, পবিত্র শবে কদর ও ঈদুল ফিতর উপলক্ষে আগামী ২৮ এপ্রিল থেকে ১৮ মে পর্যন্ত বিশ্ববিদ্যালয়ের সব বিভাগ ও অফিসসমূহ বন্ধ থাকবে।

গত ১২ এপ্রিল অনুষ্ঠিত সিন্ডিকেটের ২২১তম সভার সিদ্ধান্ত অনুযায়ী, ১৯ মে থেকে যথারীতি বিশ্ববিদ্যালয়ের সব বিভাগ এবং অফিসসমূহ খোলা থাকবে। তবে বিশ্ববিদ্যালয়ের ক্যালেন্ডারে উল্লেখিত ১৯ ও ২০ মে ছুটি বাতিল বলে গণ্য হবে।

বিজ্ঞাপন

বিজ্ঞাপন

মোয়াজ্জেম আফরান/এসআর/এমকেএইচ

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন jagofeature@gmail.com ঠিকানায়।