আমরা পাকিস্তান থেকে অনেক এগিয়ে আছি

জাগো নিউজ ডেস্ক
জাগো নিউজ ডেস্ক জাগো নিউজ ডেস্ক
প্রকাশিত: ০৮:১৭ এএম, ৩০ মার্চ ২০২১

যথাযোগ্য মর্যাদায় স্বাধীনতার সুবর্ণজয়ন্তী উদযাপন করেছে ইউনিভার্সিটি অব লিবারেল আর্টস বাংলাদেশ (ইউল্যাব)। রোববার (২৮ মার্চ) এ উপলক্ষে এক অনুষ্ঠানের আয়োজন করে বিশ্ববিদ্যালয়টি।

অনুষ্ঠানের সূচনা হয় ইউল্যাবের উপাচার্য (ভারপ্রাপ্ত) অধ্যাপক সামসাদ মুর্তজার স্বাগত বক্তব্য এবং ‘ইউল্যাব সংস্কৃতি সংসদ’-এর দেশপ্রেমের গান পরিবেশনার মধ্য দিয়ে। এরপর জাতীয় অধ্যাপক রফিকুল ইসলাম ভাষা আন্দোলন থেকে শুরু করে মুক্তিযুদ্ধ পর্যন্ত দেশের স্বাধীনতা আন্দোলনে নিজের জড়িত থাকার স্মৃতিচারণ করেন।

অনুষ্ঠানের প্রধান বক্তা ঢাকা ট্রান্সলেশন সেন্টারের পরিচালক এবং ইউল্যাবের ডিপার্টমেন্ট অব ইংলিশ অ্যান্ড হিউম্যানিটিজের অধ্যাপক বীর মুক্তিযোদ্ধা কায়সার হক উনার মুক্তিযুদ্ধে অংশগ্রহণের স্মৃতিচারণের মাধ্যমে যুদ্ধের বীরত্বগাঁথা ভাগ করে নিয়েছিলেন সবার সঙ্গে।

তিনি বলেন, ‘যুদ্ধবিধস্ত আমাদের দেশ বিগত ৫০ বছরে এক অভাবনীয় সাফল্য অর্জন করেছে। এখন সব ধরনের অর্থনৈতিক ও সামাজিক পরিসংখ্যানে আমরা পাকিস্তান থেকে অনেক এগিয়ে আছি।’

ইউল্যাব বোর্ড অব ট্রাস্টিজের বিশেষ উপদেষ্টা অধ্যাপক ইমরান রহমানের সমাপনী বক্তব্যের মাধ্যমে অনুষ্ঠানের সমাপ্তি ঘটে।

অনুষ্ঠানে ইউল্যাবের ট্রেজারার, রেজিস্ট্রার, বিভাগীয় প্রধান, ফ্যাকাল্টি মেম্বার, অ্যাডমিন অফিসার, শিক্ষার্থীসহ ইউল্যাব পরিবারের অনেকেই উপস্থিত ছিলেন।

এসএস/জেআইএম

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।