জাবিতে স্নাতক পর্যায়ে গণিত অলিম্পিয়াড


প্রকাশিত: ০১:৫০ পিএম, ২৪ নভেম্বর ২০১৫

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে (জাবি) প্রথম বারের মত গণিত বিভাগের আয়োজনে ও বাংলাদেশ গণিত সমিতির উদ্দ্যোগে শুরু হচ্ছে ৭ম জাতীয় স্নাতক গণিত অলিম্পিয়াড-২০১৫।

মঙ্গলবার বিকেল সাড়ে তিনটায় বিশ্ববিদ্যালয় সাংবাদিক সমিতিতে এক সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্যে এ তথ্য জানান গণিত বিভাগের সভাপতি ও ঢাকা উত্তর আঞ্চলিক অলিম্পিয়াড ২০১৫ আয়োজক কমিটির সদস্য সচিব অধ্যাপক ড. মো. আবদুর রব।

লিখিত বক্তব্যে তিনি জানান, দেশব্যাপি তরুণ ও মেধাবী শিক্ষার্থীদের গাণিতিক ও বৈশ্লেষিক দক্ষতা বৃদ্ধি, বিকাশ এবং জাতীয় পর্যায়ে গণিতের গুরুত্ব তুলে ধরতে শুধুমাত্র স্নাতক শ্রেণির শিক্ষার্থীদের অংশগ্রহণে প্রতিযোগিতাটি আগামী ২৭ নভেম্বর শুক্রবার বিশ্ববিদ্যালয় গণিত বিভাগে অনুষ্ঠিত হবে।
 
সকাল ৯টায় গণিত অলিম্পিয়ডের উদ্বোধন করবেন বিশ্ববিদ্যালয় উপাচার্য অধ্যাপক ড. ফারজানা ইসলাম । সকাল ১০ থেকে সাড়ে ১১টা পর্যন্ত গণিতের মৌলিক বিষয়ের উপর ১০০ নম্বরের পরীক্ষা অনুষ্ঠিত হবে।
 
প্রতিযোগিতা শেষে বিকাল ৩টায় গণিত বিভাগের গ্যালারিতে অনুষ্ঠিত হবে সমাপনী ও পুরস্কর বিতরণী অনুষ্ঠান। এবারের প্রতিযোগিতায় ১২টি সরকারি ও বেসরকারি বিশ্ববিদ্যালয় থেকে মোট ১২০ জন প্রতিযোগী অংশগ্রহণ করবেন।
 
সংবাদ সম্মলনে উপস্থিত ছিলেন গণিত বিভাগের সহকারী অধ্যাপক মোহাম্মদ ওসমান গণি, সাংবাদিক সমিতির সভাপতি বেলাল হোসাইন রাহাত, সাধারণ সম্পাদক মুওদুদ আহমেদ সুজনসহ বিভিন্ন সংবাদ মাধ্যমের সাংবাদিকবৃন্দ।  

হাফিজুর রহমান/এসকেডি/পিআর

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।