শাবি ছাত্রলীগ কর্মীকে বহিষ্কারের সুপারিশ
পরীক্ষায় নকল করতে গিয়ে ধরা পড়লেন শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (শাবিপ্রবি) এক ছাত্রলীগ কর্মী। তার নাম সাফি আল রিয়াদ। তিনি শাখা ছাত্রলীগের সাবেক যুগ্ম আহ্বায়ক হাফিজুর রহমানের অনুসারী এবং বিশ্ববিদ্যালয়ের গণিত বিভাগের ২০০৯-১০ সেশনের শিক্ষার্থী।
মঙ্গলবার সকাল সাড়ে ৯ টায় গণিত বিভাগের ২১৮ নম্বর কক্ষে চতুর্থ বর্ষের গণিত-৪২২ কোর্সের চূড়ান্ত পরীক্ষা চলাকালে এ ঘটনা ঘটে। পরে বিভাগের শিক্ষকরা সভা করে বিশ্ববিদ্যালয়ের প্রশাসনের কাছে ওই শিক্ষার্থীকে বহিষ্কারের সুপারিশ করেছে।
গণিত বিভাগ সূত্রে জানা যায়, সকাল সাড়ে ৯ টায় গণিত বিভাগের চতুর্থ বর্ষের (২০১০-১১ শিক্ষাবর্ষ) শিক্ষার্থীদের একটি কোর্সের (গণিত-৪২২) চূড়ান্ত পরীক্ষা ছিল। ওই কোর্সটি রিয়াদের ড্রপ থাকায় তিনিও পরীক্ষায় অংশ নেয়। পরীক্ষা চলাকালীন হলের দায়িত্বে থাকা বিভাগের অধ্যাপক ড. মোহাম্মদ মাহবুবুর রশিদ নকলসহ রিয়াদকে ধরে ফেলেন। এ সময় রিয়াদ দায়িত্বরত শিক্ষকদের সঙ্গে অসৌজন্যমূলক আচরণ করেন।
পরবর্তীতে আব্দুল কাদির রেদুয়ান, অপু আহমেদ, আলী হাসান, মনিপুর রহমানসহ ১০-১২ জন ছাত্রলীগ কর্মী বিভাগে গিয়ে শিক্ষকদের বিভিন্ন ধরনের হুমকি দেয় বলে অভিযোগ করেন বিভাগের শিক্ষকরা।
গণিত বিভাগের চেয়ারম্যান অধ্যাপক ড. আনোয়ারুল ইসলাম বলেন, রিয়াদ নামের এক শিক্ষার্থী চতুর্থ বর্ষের একটি কোর্সের পরীক্ষা দিতে এসে নকল করে। আমরা তার উত্তরপত্র নকল সংযুক্ত করে বিশ্ববিদ্যালয় প্রশাসনের নিকট পাঠিয়েছি।
তিনি আরও জানান, নকল করা ও শিক্ষকদের সঙ্গে অসৌজন্যমূলক আচরণ করায় বিভাগীয় সভার সিদ্ধান্ত অনুযায়ী তাকে বহিষ্কারের সুপারিশ করেছি। এখন প্রশাসন নিয়ম অনুযায়ী তার বিরুদ্ধে ব্যবস্থা নিবেন।
প্রক্টর অধ্যাপক কামরুজ্জামান চৌধুরী বলেন, শিক্ষকদের সঙ্গে অসৌজন্যমূলক আচরণসহ সার্বিক বিষয়ে সিদ্ধান্ত নিতে বিকাল সাড়ে ৩ টায় জরুরি সভা আহ্বান করেছে প্রক্টোরিয়াল বডি।
যোগাযোগ করা হলে শাবি শাখা ছাত্রলীগের সাধারণ সম্পাদক ইমরান খান বলেন, কোনো ছাত্র যদি নকল করে ধরা পড়ে এবং শিক্ষকদের সঙ্গে অসৌজন্যমূলক আচরণ করে তার বিরুদ্ধে বিশ্ববিদ্যালয়ের আইন অনুযায়ী কঠোর শাস্তি নিতে আমি প্রশাসনকে আহ্বান জানায়।
আব্দুল্লাহ আল মনসুর/এসএস/এমএস